ত্বক ফর্সা করার কার্যকরী মুলতানি মাটির ফেসপ্যাক

0
6193
মুলতানি মাটির প্যাক
মুলতানি মাটির প্যাক

বন্ধুরা , আজকে আমি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করার জন্য খুব সহজ একটি রেমিডি দেখাবো ।যার ব্যবহারে আপনার ত্বক ফর্সা হবার সাথে সাথে হয়ে যাবে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল।আর তাছাড়া আপনার ত্বকে যদি ব্রণ ও হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।কারণ এই রেমিডিটি স্পেশালি ত্বক ফর্সা করার জন্য খুব বেশি কার্যকরী।  

বন্ধুরা, চলুন তাহলে দেখে নি কিভাবে এই রেমেডিটিকে তৈরি করবেন

এই অসাধারণ প্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে

  • ১ চামচ মুলতানি মাটি নিচ্ছি।

মুলতানি মাটি ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের সমস্ত রকমের ধুলো ময়লা ও দাগছোপকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করবে।

এবার এর সাথে এড করব

  • ১ চামচ বেসন
  • ২ টি ভিটামিন ই , যাদের ত্বক অয়েলি তারা ভিটামিন ই এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করবেন ।
  • ও স্মোথ পেষ্ট তৈরি করার জন্য প্রয়োজন মত কাঁচা তরল দুধ।  

এরপর এদেরকে মিক্স করে নিব ।

মুলতানি মাটি ব্যবহারের নিয়ম

আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে এবং স্কিন কালার ব্ল্যালেন্স করে স্কিনে গ্লো নিয়ে আসে।

ফেইসপ্যাকটি পুরুপুরিভাবে তৈরি।এবার এটিকে একটি ব্রাশের সাহায্যে এইভাবে এপ্লাই করুণ।

মুলতানি মাটির ফেসপ্যাক
মুলতানি মাটির ফেসপ্যাক

এই প্যাকটিতে কাঁচা তরল দুধ আছে । কাঁচা দুধের মধ্যে থাকে ল্যাকটিক এসিড ও প্রাকৃতিক ব্লিচ যা আমাদের ত্বকের সবধরণের দাগ অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।    

আর ভিটামিন ই ত্বক থেকে মৃতকোষ দূর করে ত্বককে soft করে তোলে। এবং ত্বককে সুস্থ রাখতে অনেক ভালো কাজ করে।

প্যাকটি ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুণ ……।

প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বন্ধুরা, মুখের সমস্ত রকমের কালোদাগকে দূর করে ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য অবশ্যই ঘরে বসে এই ফেইসপ্যাকটিকে ব্যবহার করুন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here