আজকে আপনাদের জন্য ম্যাজিকেল একটি রেমেড়ি নিয়ে এসেছি , এই রেমেড়িটি মাত্র ২ মিনিট ব্যবহার করে আপনার উত্তেজিত ত্বককে শান্ত করতে পারবেন । আর এর পাশাপাশি ত্বক ফর্সা হবে ।
চলুন , এই গরমে মুখের উজ্জ্বলতা ধরে রেখে ত্বককে আরো দ্বীপ্তময় করে রাখতে কিভাবে এই ম্যাজিকেল রেমেড়িটি তৈরি করবেন তা দেখে নিই।
প্রয়োজনীয় উপাদানঃ
এই রেমেড়িটি তৈরিতে শুধু মাত্র একটি উপাদান লাগবে । তা হল গোলাপ জল
তৈরি ও ব্যবহার করার নিয়মঃ
সবার প্রথমে একটি আইসবার নিয়ে নিন । এবার আইসবারের মধ্যে গোলাপ জল দিয়ে ডিফ ফ্রিজে রেখে দিন ।
২৪ ঘণ্টা পর আইস বারটি থেকে ৩ টি আইস বের করুন ।
এবার ১ টি করে আইস মুখে মাস্যাজ করুন ।
৩টি আইস মাস্যাজ করা হয়ে গেলে মুখে শুকিয়ে যেতে দিন ।
নোটঃ

এই ভাবে যদি প্রতিদিন ১ বার করে ব্যবহার করেন তাহলে দেখবেন ত্বক আগের তুলনায় অনেকটা ফর্সা হয়ে এসেছে ।