বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ইনেস্টেন স্কিন হোয়াইটেনিং ফেইসপ্যাক শেয়ার করব । যেটি ত্বককে দ্রুত ফর্সা করার খুব সহজ উপায় ।
এই উপায়টি শুধুমাত্র আপনার ত্বককে ফর্সা করবে না বরং ত্বক ফর্সা করার সাথে সাথে আপনার ত্বকের রোদে পোড়া কালো দাগ ইনস্ট্যান্ট দূর করবে আর তার সাথে সাথে আপনার ত্বককে গ্লোইং বানাবে ।
এটি একটি খুবই কার্যকরী রেমিডি। তাই এই রেমেডি ঠিকমত ব্যবহারে খুব ভালো ফলাফল পাবেন।
বন্ধুরা আর দেরি না করে চলুন এই রেমেডি কিভাবে তৈরি করবেন করবেন তা দেখে নেওয়া যাক ।
ত্বক ফর্সা করার উপায়টি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
৩ চামচ বেসন
১ চামচ মধু
১ চামচ বিটরুট পেস্ট
১ চিমটি জাফরান ও
দুই বা তিন চামচ কাঁচা তরল দুধ
ত্বক ফর্সা করার উপায়টি তৈরির নিয়ম ও ব্যবহার বিধিঃ
এই প্যাকটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি পরিষ্কার বাটি নিতে হবে ।
এরপর সব উপাদান গুলো বাটির মধ্যে নিয়ে নিতে হবে ।
এরপর সব উপাদান গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
মিশানোর পর দেখবেন এটা খুব ভালোভাবে মসৃন হয়ে এসেছে ।
এরপর একটি ব্রাশের সাহায্যে আপনি আপনার মুখের ওপর লাগিয়ে নিন।
এরপর 10 থেকে 15 মিনিট অব্দি এটা মুখের উপর শুকিয়ে যেতে দিন।
শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এরপর একটি শুকনো গামছা দিয়ে মুখ মুছে ফেলুন ।
বন্ধুরা নিজেই লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বকমসৃণ ও উজ্জ্বলতা হয়ে গেছে ।
নোটঃ
ত্বককে সবসময় ফর্সা রাখতে চাইলে এই রেমেডিটি সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন ।
বন্ধুরা আপনারা আপনাদের ত্বক ফর্সা রাখার জন্য এই রেমেড়িটি অবশ্যই নিয়মিত ব্যবহার করবেন । আর এটি ব্যবহার করার পর আপনারা কতটা ভালো ফলাফল পেয়েছে অবশ্যই তা আমার সাথে শেয়ার করবেন ।