এলোভেরাকে রাতে এইভাবে ব্যবহার করলে মাত্র 10 মিনিটেই রাতারাতি উজ্জ্বল, ফর্সা এবং আকর্ষনীয় ত্বক পাবে

0
1870

উজ্জ্বল, ফর্সা এবং আকর্ষনীয় ত্বক আমাদের সকলেরই প্রত্যাশিত। আমাদের ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা করতে এলোভেরা অনন্য প্রাকৃতিক গুণসম্পন্ন একটি উপাদান।

এলোভেরায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বকের জন্য স্কিন কেয়ার হিসেবে অত্যন্ত কার্যকরী।

তাই রূপচর্চায় বহুকাল ধরেই অ্যালোভেরা বা ঘৃতকুমারী ব্যবহার হয়ে আসছে। সব ধরনের উন্নত মানের প্রসাধনীতে এলোভেরার অস্তিত্ব বিদ্যমান । তাই যারা নিজেদেরকে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে চান তাদের জন্য মাত্র 10 মিনিটে কিভাবে এলোভেরা ব্যবহার করে উজ্জ্বল, ফর্সা এবং আকর্ষনীয় ত্বক পেতে পারেন তার উপায় শেয়ার করছি ।

চলুন বন্ধুরা দেখে নেয়া যাক রাতে মাত্র 10 মিনিট এলোভেরা ব্যবহার করে কিভাবে উজ্জ্বল এবং ফর্সা ত্বক পাবেন তার বিস্তারিত পদ্ধতি।

ফর্সা ও উজ্জ্বল ত্বক প্রাপ্তির জন্য রাতে এলোভেরা ব্যবহারের পদ্ধতি সমূহঃ

সরাসরি অ্যালোভেরার রস ত্বকে ব্যবহারের চেয়ে কিছু প্রাকৃতিক গুণসম্পন্ন উপাদান এর মিশ্রণে এলোভেরা ব্যবহার করলে দ্রুত সময়ে ত্বক উজ্জ্বল, ফর্সা এবং আকর্ষনীয় হয়ে ওঠে। নিম্নে রাতে ব্যবহার উপযোগী অত্যন্ত কার্যকরী কিছু এলোভেরার মিশ্রণ আলোচনা করা হলো।

অ্যালোভেরা এবং বেসনঃ

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

  • ২ চামচ অ্যালোভেরার জেল
  • ১ চামচ বেসন
  • ১ চামচ মধু ও
  • পরিমান মত গোলাপজল

একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন । আর ১০ মিনিট পর মুখ পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন ।

অ্যালোভেরা এবং আলুঃ

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

  • ২ চামচ এলোভেরা জেল
  • একটি চামড়া ছিলানো বড় আলোর পেস্ট ও
  • ১ চামচ লেবুর রস
মুলতানি মাটির ফেসপ্যাক

ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন। এরপর এটি মুখে এপ্লাই করে নিন। ১০ মিনিট পর মুখ পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন ।

অ্যালোভেরা এবং বিটরুটঃ

রাতের ব্যবহারের জন্য অ্যালোভেরার এই মিশ্রণটি অতিমাত্রায় ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে খুবই কার্যকর।

যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

  • ২ চামচ অ্যালোভেরার জেল
  • ২ চামচ বিটরুটের রস ও
  • ১ চামচ চালের গুঁড়া

একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিয়ে মুখ এপ্লাই করুন। এটি এপ্লাই করে মুখে ১০ মিনিট রেখে দিয়ে ত্বক ধুয়ে নিন।  

বিঃদ্রঃ

১। রাতে এলোভেরার মিশ্রন ব্যবহারের উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহারে বিরত থাকুন।

২। এলোভেরার মিশ্রণ লাগিয়ে গরম স্থানে যাবেন না।

৩। স্থায়ীভাবে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে নিয়মিত এলোভেরার মিশ্রণ ব্যবহার করুন।

৪। অ্যালোভেরার মিশ্রণ ব্যবহারের পর অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here