বিশ্বের সবচেয়ে সেরা উপায় মাত্র ২ দিনে ত্বক ফর্সা করতে আলুর এই ফেসিয়ালটি করে নিন

মাত্র ২ দিনে ত্বক ফর্সা

অনেকে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে বিভিন্নভাবে ফেসিয়াল করে থাকেন। বন্ধুরা, এছাড়াও ঘরে বসে বিভিন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে আপনারা ফেসিয়াল করে থাকেন। আজকে যে ফেসিয়ালটি আমি আপনাদের সাথে শেয়ার করব তা হলো আলুর ফেসিয়াল।

এ ফেসিয়ালটি করলে সবচেয়ে দ্রুত ফলাফল আপনারা পাবেন। মাত্র 2 দিনে আপনার ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে তা আপনারা ভাবতেও পারবেন না।   

মুখের দাগ দূর করার উপায়

মাত্র ২ দিনে ত্বক ফর্সা করতে আলুর তৈরি ফেসিয়ালঃ

  • আলুর তৈরি এই ফেসিয়ালটি করে নিতে যে সকল ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে।

১ম ধাপঃ

প্রথমে আপনাকে আপনার মুখটি পরিষ্কার করে নিতে হবে। আর এ কাজটি করার জন্য আপনাকে প্রথমে যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে তা হলো…………

  •   একটি পাকা টমেটো,
  •   একটি গোল আলু,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • গোল আলুর খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে বাকি অংশটুকু এবং পাকা  টমেটো একসাথে ব্লান্ডার করে নিবেন।
  • ব্লান্ডার করা অংশটি মুখের উপর লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে  ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন।
  • এভাবে ত্বক পরিষ্কার করার মধ্য দিয়ে আপনার ত্বকে যত ধরনের ধুলোবালি ময়লা এবং তৈলাক্ত পদার্থ আছে,সাথে সাথে বিভিন্ন জীবাণুর আক্রমণ থাকে তা কিন্তু দূর হয়ে যাবে।

২য় ধাপঃ

এরপর আপনাকে অনুসরণ করতে হবে তাহল স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের কাজটি করতে যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে……………

  • গোল আলু,
ত্বক ফর্সা করার টিপস
  • কাঁচা হলুদ বাটা,
  • চিনি,
  • লেবু,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • লেবু ছাড়া বাকি উপকরণগুলো একসাথে মিক্স করে এই উপকরণগুলোর মাধ্যমে লেবুর সাহায্যে আমাদের মুখ টি স্ক্রাপ করতে হবে অন্ততপক্ষে ৫ মিনিটের জন্য।
  • স্ক্রাবিংয়ের কাজটি শেষ হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
  • বন্ধুরা, স্ক্রাবিং করার মধ্য দিয়ে আমাদের ত্বকের মৃতকোষ থাকলে তা চলে যায়।

৩য় ধাপঃ

বন্ধুরা এরপরে যে কাজটা আমাদের করতে হবে তা হলো স্ট্রিমিং।  এটি করতে যে সকল উপকরণ লাগবে………

  • গোল আলু,
বিশ্বের সবচেয়ে সেরা উপায় মাত্র ২ দিনে ত্বক ফর্সা করতে আলুর এই ফেসিয়ালটি করে নিন
  • এলোভেরা জেল,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • একটি পাতিলে গোল আলু এবং এলোভেরা জেল একসাথে দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। পরিমাণমতো পানিতে ১০-১৫ মিনিট যখন এলোভেরা জেল এবং আলু পানিতে সিদ্ধ হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে।
  • পাত্রটি নামিয়ে মাথার ওপরে একটি তোয়ালে দিয়ে আলু ও এলোভেরার মিশ্রণ থেকে ভাব নিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে চেহারা যেন নির্দিষ্ট দূরত্বে থাকে।
  • যাতে করে এই গরম ভাপ খুব বেশি ত্বকে লেগে পুড়ে না যায়।
  • বন্ধুরা, এর মধ্য দিয়ে আমাদের ত্বক কিন্তু অনেক বেশি সফট এবং কোমল হয়ে যাবে।

৪র্থ ধাপঃ

এখন আমাদের যেটি অনুসরণ করতে হবে তা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই প্যাকটি লাগিয়ে নিতে হবে যার মধ্য দিয়ে আলুর ফেসিয়াল এর কাজটি আমরা আজকের মত সমাপ্ত করব।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি,
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
  • ১ চা চামচ এলোভেরা জেল,
  • ১ চা চামচ কফি পাউডার,
মুখের কালো দাগ সরানোর উপায়
  • ১ চা চামচ গরুর দুধ,

যেভাবে ব্যবহার করবেনঃ

বন্ধুরা,

  • এই সকল উপকরণ একসাথে ব্লান্ডার করে নিবেন। এরপর এটি আমরা আমাদের ত্বকে লাগাতে পারি এবং অন্ততপক্ষে ২০ মিনিট অপেক্ষা করতে হবে।
  • এরপর মুখ ধুয়ে ফেলতে হবে। এর মাধ্যমে আলুর ফেসিয়াল এর কাজ সমাপ্ত হয়ে যাবে।

আমরা যদি সপ্তাহে একবার অথবা মাসে যদি দুইবার করি তাহলে আমাদের ত্বক কিন্তু অন্য রকমের ফর্সা উজ্জ্বল হবে। এই ফেসিয়ালটি আমরা ব্যবহার করে দুই দিনের মধ্যে ত্বক এত বেশি উজ্জ্বল ও গ্লোয়িং হবে যে আপনারা ভাবতেও পারবেন না।

ত্বক-ফর্সা-করার-উপায়

তাই বন্ধুরা ত্বককে ইনেস্টেন্ট গ্লো এনে দিতে এবং কোনো রকমের সাইডএফেক্ট ছাড়া ত্বকের রঙ পরিবর্তন করে ফর্সা করতে আলুর ফেসিয়াল কিন্তু জগৎখ্যাত। তাই আপনাদের কাছে আমার একটাই পরামর্শ আমরা যে ধরনের উপকরণ এর মাধ্যমে এই ফেসিয়াল এর কাজ সম্পন্ন করলাম এবং যে পদ্ধতির মাধ্যমে, আপনারা কিন্তু যথাযথ ফলাফল পেতে চাইলে এই একই পদ্ধতিতে সেইম উপকরণ এর মাধ্যমে তা করার চেষ্টা করবেন।