উজ্জ্বল ফর্সা এবং কোমল ত্বক আমাদের সকলেরই প্রত্যাশিত এবং আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেদের ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায় খুঁজে আসছেন।
তাদের জন্য শেয়ার করছি এমনই একটি অত্যন্ত কার্যকরী উপায় যা ব্যবহারে মাত্র একদিনে আপনার ত্বক হয়ে উঠবে গভীর থেকে উজ্জ্বল,ফর্সা এবং তা সম্পূর্ন পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে।
তাহলে চলুন, বন্ধুরা দেখে নেয়া যাক মাত্র এক দিনে ত্বককে অবাক করে দেয়ার মতো ফর্সা ও উজ্জ্বল করতে অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক উপায়।
মাত্র ১ দিনে ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করার উপায়ঃ
ত্বককে অবাক করে দেয়ার মতো উজ্জ্বল ও ফর্সা করতে চাইলে প্রথমেই কিছু অন্যান্য প্রাকৃতিক উপাদান এর সাহায্যে ফেসপ্যাক তৈরি করে নিতে হবে।
উজ্জল ও ফর্সা ত্বকের জন্য ফেসপ্যাক তৈরীর প্রক্রিয়াঃ
যা যা লাগবেঃ
২ চামচ চালের গুঁড়া
আধা চা-চামচ কাঁচা হলুদের পেষ্ট
১ চামচ অপরিশোধিত মধু
পরিমান মত কাঁচা তরল দুধ
ত্বকের যত্নে ফেসপ্যাকটির মিশ্রন প্রক্রিয়াঃ
প্রথমে একটি আধা ইঞ্চি কাঁচা হলুদ নিয়ে চামড়া ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিন।
হলুদটি ভালো ভাবে মিহি করে পিসে পেষ্ট তৈরি করে নিন।
এবার একটি পরিষ্কার পাত্রে চালের গুঁড়া, মধু এবং হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটির সাথে পরিমাণমতো কাচাঁ তরল দুধ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।
উজ্জ্বল এবং ফর্সা ত্বক প্রাপ্তির জন্য ফেসপ্যাক ব্যবহার প্রক্রিয়াঃ
ফেসপ্যাক ব্যবহারের পূর্বে প্রথমেই আপনার ত্বক উপযুক্ত সাবান অথবা ফেসওয়াশ দিয়ে ভালভাবে পরিষ্কার করে নিন।
মুখের ব্রাশের সাহায্যে ফেইসপ্যাকটি মুখে লাগিয়ে নিন।
১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।
সবশেষে পরিষ্কার ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
ফেইসপ্যাকটি ব্যবহারে ত্বক উজ্জল ও ফর্সা হবার কারণঃ
চালের গুড়াঃ
ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে এবং ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাব দূর করে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে চালের গুড়া খুবই কার্যকরী।
এছাড়া ত্বকের মরা মৃতকোষ দূর করতে এবং রোদে পোড়া দাগ দূর করতেও চাঁদের গুঁড়ার এই ফেসপ্যাক খুবই গুরুত্বপূর্ণ।
কাঁচা হলুদঃ
ত্বকের উজ্জলতা অতিমাত্রায় বৃদ্ধি করতে এবং ত্বকের গ্লো বাড়িয়ে তুলতে । কাঁচা হলুদে বিদ্যমান পুষ্টি উপাদান খুবই উপকারী ।
কারণ হলুদে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল এবং আয়রন। যা ত্বকের যত্নে খুবই উপকারী।
মধুঃ
মধুতে বিদ্যমান এন্টিঅক্সিডেন্ট এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বক কে সুস্থ এবং টানটান রাখে । ত্বকের কোষের শক্তি যোগায় । ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব এবং বলিরেখা দূর করে।
তরল দুধঃ
ত্বকের যত্নে কাঁচা তরল দুধের পুষ্টি উপাদান খুবই উপকারী ।
ত্বককে অবাক করার মতো ফর্সা ও উজ্জ্বল করার পাশাপাশি একটি ত্বক কে কোমল ও মসৃণ করে তোলে।
নোটঃ
চালের গুড়ার ফেসপ্যাক ফ্রিজে সংরক্ষণ করে রেখে ব্যবহার করবেন না।
ফেইসপ্যাকটি ত্বকে লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
স্থায়ী ভাবে উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে সপ্তাহে অন্তত তিনবার ফেসপ্যাকটি ব্যবহার করুন।
সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসে যে কেউ নিজের ত্বককে দ্রুত সময়ে উজ্জ্বল ও ফর্সা করতে চাইলে উপরে উল্লেখিত পন্থা অনুসরণ করে ফেইস প্যাকটি ব্যবহার করুন। হয়ে উঠুন উজ্জ্বল এবং ফর্সা ত্বকের অধিকারী।
ধন্যবাদ