আমরা সকলে চায় আমাদের ত্বক সুন্দর , উজ্জল এবং বেদাগ হোক। যার কারণে আমরা বাজারের নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু এর মধ্যে অনেক রকমের ক্যামিকেল থাকে । যার কারণে আমাদের ত্বক ফর্সা হলেও অনেক সাইড-ইফেক্ট থেকে যায় ।
আজ আমি এমন একটি স্কিন হোয়াটেনিক রেমেড়ি শেয়ার করব যেটি আপনার ত্বককে গোলাপের পাপড়ির মতো উজ্জল করে তুলবে ।
এর প্রথম ব্যবহারে আপনি অসাধারন ফলাফল পাবেন।
চলুন , কিভাবে এই ফেসপ্যাকটি ব্যবহার করতে হবে তা দেখে নিই।
প্রয়োজনিয় উপাদানঃ
২ চামচ বেসন
২ চামচ মিল্ক ক্রিম
৩ চামচ টমেটোর রস

১ চামচ মধু
তৈরি ও ব্যবহার করার পদ্বতিঃ

একটি বাটি নিয়ে এর মধ্যে সব উপাদান নিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিন।
সব উপাদান ভালভাবে মিশিয়ে এলে একটি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুন ।
মুখে এপ্লাই হয়ে এলে ৩০ মিনিট অপেক্ষা করুণ ।

৩০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।