আপনাদের সবসময় অনুরোধ থাকে স্কিন হোয়াইটেনিং রেমেডি জন্য । তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত ইনস্ট্যান্ট মিলকি স্কিন হোয়াইটেনিং ফেসপ্যাক তৈরি করার ঘরোয়া উপায়।
যা মাত্র একবার ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে দুধের মত ধবধবে ফর্সা ও উজ্জল ।
একবার ব্যবহারে পর ফলাফল দেখে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। আর যদি আপনি এই রেমেডিটি টানা এক থেকে দু মাস পর্যন্ত ব্যবহার করেন ত্বক ফর্সা হবার সাথে সাথে টানটান মসৃণ ও গ্লোয়িং হয়ে উঠবে । যা দেখে মনে হবে আপনার বয়স 10 বছর কমে গেছে ।
তাহলে বন্ধুরা চলুন আপনাদের দেখে নিই কিভাবে এই রেমিডিটি তৈরি করবেন ।
প্রয়োজনীয় উপাদানঃ
দু’চামচ গোলাপের পাপড়ি গুড়া
এক চিমটি জাফরান
এক চামচ মধু
একটি ভিটামিন ই
হাফ চামচ গোলাপ জল
তৈরি ও ব্যবহারের নিয়মঃ
এটি তৈরি করার জন্য প্রথমে একটি পরিষ্কার বাটি নিন ।
এরমধ্যে সব উপাদান একসাথে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
খুব ভাল করে মিশিয়ে নেওয়ার পর একটি ব্রাশের সাহায্যে মুখের উপর লাগিয়ে নিন ।
ব্রাশ দিয়ে এপ্লাই শেষে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখেই রেখে দিন।
শুকিয়ে আসার পর ঠান্ডা জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিবেন।
বন্ধুরা এটি ব্যবহার করার পর আপনারা নিজেরা বুঝতে পারবেন ত্বক কতটা ফর্সা ও গ্লোয়িং দেখাচ্ছে । নোটঃ
১। এই রেমেড়িটি সপ্তাহে দুই থেকে তিনবার করে ব্যবহার করতে পারবেন।
২। যাদের ত্বক তৈলাক্ত তারা এই আইডিতে ভিটামিন-ই ব্যবহার করবেন না