ত্বককে কাঁচের মত চকচকে করার ৩টি সেরা ফেসপ্যাক 

নিজের সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্রতিটি নারীর উচিত নিয়মিত ত্বকের যত্ন নেওয়া । যারা সময়ের অভাবে ত্বকের নিয়মিত যত্ন নিতে পারেন না তাদের উচিত সপ্তাহে অন্তত একবার হলেও ফেসপ্যাক এপ্লাই করা । এতে ত্বকের কালো দাগছোপ দূর হয়ে যাবে এবং ত্বক ফর্সা হবে।

এখন যারা ভাবছেন ………

কীভাবে ত্বকের যত্ন নিব  ? 

সপ্তাহে একবার ফেসপ্যাক এপ্লাই করলে ত্বক ফর্সা হবে তো ? 

তাদের জন্য আমি ৩টি ফেসপ্যাক শেয়ার করছি যা অত্যন্ত কার্যকর। এর যেকোনো একটি ব্যবহার করে আপনারা নিয়মিত ত্বকের যত্ন নিয়ে ত্বক ফর্সা করতে পারবেন ।   

চলুন , ত্বককে ফর্সা করার জন্য এই ফেসপ্যাকগুলো কিভাবে তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে তা দেখি নিই ।    

ত্বককে কাঁচের মত চকচকে করার ফেসপ্যাক -১

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

  • ১/২ কাপ কাঁচা তরল দুধ 
  • ২ চামচ হলুদ গুড়া ও 
  • ৪ চামচ এলোভেরা জেল

ফেসপ্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

  • প্রথমে একটি পরিস্কার বাটি নিন ।
  • সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন।
  • সব উপাদান মিশে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।
  • এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । 
  • ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন । 
মুখ ধুয়ে নিন

ত্বককে কাঁচের মত চকচকে করার ফেসপ্যাক –  

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

  • ২ চামচ কাঁচা হলুদের পেষ্ট
  • ১ চামচ লেবুর রস ও 
  • ১ চামচ চিনি

ফেসপ্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

  • প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।
হলুদের ফেসপ্যাক
হলুদের ফেসপ্যাক
  • ব্রাশের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । তবে ঠোঁট ও চোখে লাগাবেন না। 
  • প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুণ।
  • পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বককে কাঁচের মত চকচকে করার ফেসপ্যাক –

ফেসপ্যাক তৈরিতে যা যা লাগবেঃ

চালের গুড়া
  • ২ চামচ চালের গুড়া
  • ৩ চামচ আলুর পেষ্ট  
  • ৪-৫ চামচ ভাতের মাড় ও 
ত্বক ফর্সা করার টিপস
  • ১ টি ভিটামিন ই 

ফেসপ্যাক যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

  • এরপর সবগুলো উপাদান পরিমাণ মত একটি বাটিতে নিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্ক্রাবার ।
  • এবার স্ক্রাবারটি নিয়ে মুখের মধ্যে ভাল করে ম্যাসাজ করে নিন ।
  • এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন । 
  • ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন । 

নোটঃ

কালো দাগ দূর করার সেরা ফেসপ্যাক

১। এ ফেসপ্যাকগুলো সপ্তাহে ২ বার এপ্লাই করতে পারবেন ।  

২। প্যাক এপ্লাই করার পর গরম ও ধুলা যুক্ত স্থানে যাবেন না  ।

৩। যাঁদের ত্বক অয়েলি তারা ভিটামিন-ই ব্যবহার না করে লেবুর রস ব্যবহার করবেন । 

Leave a Comment