আজ এমন একটি স্কিন হোয়োইনিং রেমেড়ি শেয়ার করব যার ব্যবহারে ত্বক আগের চেয়ে গ্লোয়িং আর ফর্সা হয়ে উঠবে ।
এই উপায়টি এতটায় সহজ ও কার্যকর যার প্রথম ব্যবহারে অসাধারণ ফলাফল পাবেন ।
আর এর ব্যবহারে ত্বক ফর্সা ,উজ্জ্বল ও বেদাগ হয়ে যাবে।
চলুন,এই রেমেড়িটি কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক।
ত্বক ফর্সা করার রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
এক চামচ ময়দা
দুই চামচ টকদই
এক চামচ কফি পাউডার
এক চামচ মধু ও
এক চামচ লেবুর রস
ত্বক ফর্সা করার রেমেড়িটি তৈরি করার পদ্বতিঃ
সর্বপ্রথম একটি পরিষ্কার বাটি নিয়ে নিন ।
এরপর সব উপাদান এক সাথে খুব ভালভাবে মিশিয়ে নিন ।
ত্বক ফর্সা করার রেমেড়িটি ব্যবহার করার পদ্বতিঃ
সব উপাদান খুব ভালভাবে মিশে গেলে ১ টি ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করুন ।
এটি এপ্লাই করা হয়ে এলে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন ।
এরপর রেমেড়িটি শুকিয়ে এলে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
নোটঃ
১। রেমেড়িটি মুখে থাকা অবস্তায় কথা বলবেন না।
২। এই রেমেড়িটি আপনি সপ্তাহে ৩ বার করে ব্যবহার করতে পারবেন ।
উপকারিতাঃ
ময়দাঃ
ময়দার মধ্যে রয়েছে ক্লিজিন প্রোর্পাটি , যা ত্বকের স্বাবাভিক উজ্জ্বলতা ফিরিয়ে এনে দিনের পর দিন মুখের উজ্জ্বলতা ধরে রাখবে ।
টকদইঃ
টকদই এর মধ্যে রয়েছে ভিটামিন-বি ৫যা ত্বক হতে বয়সের ছাপ দূর করে ।
কফিঃ
কফিতে আছে ক্যাফেইন ও এন্টি-অক্সিডেন্ট , যা ত্বক হতে মরা কোষ দূর করে ত্বককে ফ্রেশ করে ও মুখে ইয়াংগার লোকিং নিয়ে আসে ।
যেহেতু এই রেমেড়িটি নেচারাল সব উপাদন দিয়ে তৈরি তাই এটি ব্যবহারে কোনো সাইড-ইফেক্ট ছাড়াই ত্বককে উজ্জ্বল ও খুব সহজে বেদাগ করে তুলতে পারবেন ।
ত্বককে খুব সহজে ফর্সা করার জন্য এটি ব্যবহার করুন ।