আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ত্বককে খুব দ্রুত ফর্সা করার জন্য খুব সহজ একটি রেমেড়ি । এই রেমেড়িটি স্পেশালি ত্বক ফর্সা করার জন্য । আর মুখে যদি কোনো কালো দাগ বা ব্রণের দাগ থাকে তাহলে সেটিও দূর হয়ে যাবে ।
চলুন তাহলে ত্বক ফর্সা হওয়ার রেমেড়িটি তৈরি করে নেয়া যাক ।
রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
২ চামচ মসুর ডাল
আধা চামচ হ্লুদ গুড়া
এক চামচ অ্যালোভেরা জেল
একটি ভিটামিন–ই ও
প্রয়োজনমত গোলাপ জল
তৈরি ও ব্যবহার করার নিয়মঃ
একটি বাটির মধ্যে সব উপাদান নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে ।
উপাদানগুলো খুব ভাল ভাবে মিশে গেলে ব্রাশের সাহায্য মুখে এপ্লাই করতে পারবেন ।
এপ্লাই করার পর ২০ মিনিট অপেক্ষা করুন ।
২০ মিনিট পর ফেসপ্যাক ত্বকে শুকিয়ে এলে জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন ।
এই রেমেড়িটি ব্যবহার করার পর দেখবেন ত্বক অনেকটা ফর্সা হয়ে গেছে ।