রাতে শোবার আগে মুখে লাগিয়ে দেখুন সকালে উঠে দেখবেন ত্বক কাঁচের মতো ফর্সা আর উজ্জল হয়ে গেছে

ফর্সা হওয়ার গোপন রহস্য়

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Skin Whitening Natural Remedy।এই রেমেডিটি ব্যবহার করলেই আপনারা দেখবেন আপনাদের ত্বক উজ্জ্বল্‌ ,ফর্সা আর গ্লোয়িং হয়ে গেছে এবং তার সাথে সাথে ত্বকের সমস্ত দাগছোপ একেবারে গায়েব হয়ে গেছে। আর এই রেমেডি টি নিয়মিত ব্যবহার করার পর ত্বক এতটা ফর্সা , টাইট আর টানটান হবে যে আপনি আর অন্য কোন রেমেডি ব্যবহার করতে চাইবেন না। 

এবার প্যাকটি তৈরি করার জন্য একটি বাটিতে

  • ৩ চামচ মত কমলার রস নিতে হবে ।

কমলার রস  ত্বকের ডার্ক স্পট ,ব্রণের দাগ , রোদেপুড়া ও পিগমেন্টেশকে অনায়াসে দূর করে ত্বককে অতি মাত্রাই উজ্জ্বল ও ফর্সা করে তুলার জন্য পারদর্শী। কমলার রসের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় যা ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে ব্রাইট ও লাইটেন করে তুলবে ।  

এবার কমলার রসের সাথে এড করব ।

উজ্জ্বল ত্বক পাওয়ার ঘরোয়া উপায়
  • ২ চামচ বেসন
  • ১ চামচ  মধু ।  আপনাদের যাদের ত্বক অয়েলি তারা মধুর পরিবর্তে লেবুর রস use  করবেন ।
  • ও ১ চামচ  কাচা তরল দুধ ।

এবার সবগুলো উপকরণ খুব ভালোকরে মিশিয়ে নিন ।

উপাদানগুলো মিশে নরম পেষ্ট তৈরি হয়ে গেছে ।

এবার এই প্যাকটি একটি ব্রাশের সাহায্যে চেহারায় এইভাবে  apply করুণ।

 বেসনের মধ্যে Natural skin lightening property আমাদের ত্বক থেকে wrinkles, pimples, ও age spotকে সরিয়ে ফেলে স্কিনটোন সমান করে স্কিন কালার ব্ল্যালেন্স করে স্কিনের মধ্যে অসাধারণ উজ্জ্বলতানিয়েআসবে।

কাচা তরল দুধ আমাদের মুখের সবরকমের কালো দাগছোপ দূর করে ত্বককে নিখুত করে তুলে ।

প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ। 

মুলতানি মাটির এই ফেসপ্যাক (3)

২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।   

এই প্যাকটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করুণ ।