ত্বক এত ফর্সা ও টানটান হবে যে আর কোন কিছুই ব্যবহার করতে চাইবেন না 

0
722
ত্বক এত ফর্সা ও টানটান করার উপায়

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি অসাধারণ ফেসপ্যাক বানানোর উপায় যেটি স্কিন ব্রাইটেনিং সিক্রেট রেমেডি। 

এর আগে আমি আপনাদের সাথে অনেক ধরনের ফেসপ্যাক শেয়ার করেছি যেগুলো ব্যবহার করলে আপনাদের কালো মুখের দাগ খুব সহজে চলে যায় ।

মুখের কালো দাগ দূর করার উপায়

তবে আজকে আমি একটি দুর্দান্ত ফেসপ্যাক সম্পর্কে আপনাদের জানাবো যে স্কিন হোয়াইটেনিং ফেসপ্যাকটি কিছুদিন ব্যবহার করলে আপনার ত্বক হয়ে উঠবে ধবধবে সাদা উজ্জ্বল।  

এছাড়াও আপনার মুখ থেকে বয়সের ছাপ চলে যাবে ।

আপনারা যদি আপনাদের নিজের ত্বককে গ্লোয়িং ও ধবধবে ফর্সা বানাতে চান তবে আজকে থেকে এ ফেসপ্যাক বাড়িতে বানিয়ে নিজের মুখে লাগানো শুরু করে দিন  । 

প্রয়োজনীয় উপাদানঃ

২ চামচ দুধ

জাফরান খাওয়ার উপকারিতা

১চিমটি জাফরান 

১ চামচ মধু

তৈরি করার পদ্ধতিঃ

বন্ধুরা আমাদের এই ফেসপ্যাকটি বানানোর জন্য সর্বপ্রথম একটি পরিষ্কার বাটি নিব ।

এর মধ্যে দুধ নিব। এরপর এর মধ্যে এক চিমটি জাফরান দিয়ে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব।

গর্ভবতী মায়ের জন্য জাফরানের উপকারিতা

10 মিনিট পর খেয়াল করবেন দুধের সাথে খুব ভালোভাবে জাফরান রং মিশে গেছে এবং পিংক কালারের একটি রং উঠে এসেছে।

এরপর এর সাথে মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। 

এবার জেনে নেওয়া যাক কিভাবে এই ফেসপ্যাকটি মুখের উপর ব্যবহার করবেন । 

ব্যবহারবিধিঃ

বন্ধুরা এই ফেসপ্যাকটি ব্যবহার করার আগে আপনার মুখ ভালোভাবে ফেসওয়াস দিয়ে ধুয়ে ফেলুন ।

এরপর এটি মুখে লাগিয়ে নিন। 

মুখের লাগিয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন । 

মুখ ধুয়ে নিন

প্যাকটি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে ফেলুন । 

নোটঃ

এই প্যাকটি যদি আপনি রাতে ব্যবহার করেন তাহলেই বেশি ভালো । যদি সারারাত মুখের উপর  রেখে দেন, তাহলে সকালবেলা আপনি ফেলে দিতে পারবেন ।

মুখের দাগ দূর করার উপায়

বন্ধুরা এই ফেসপ্যাকটি আপনি এক সপ্তাহ ব্যবহার করলেই নিজেই বুঝতে পারবেন আপনার মুখে কতটা ফর্সা ও উজ্জ্বলতা চলে এসেছে । 

এই ফেসপ্যাকটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা কাজে ব্যস্ত থাকে তাদের জন্যই খুব উপকারি হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here