ঘরে বসে ত্বকের যত্ন নেবার সেরা ঘরোয়া ২টি রেমেড়ি  

ত্বকের যত্ন নেবার সেরা ঘরোয়া রেমেড়ি

ত্বককে সুন্দর করতে কে না চায় ?   

কিন্তু আমরা ব্যস্ততার কারণে ত্বকের সঠিক যত্ন নেবার জন্য সময় দিতে পারি না । এতে আমাদের ত্বক এত ফ্যাকাশে দেখায় যা দূর করার জন্য আমরা অনেক সময় বাজারের কেমিকেল যুক্ত ক্রিম ব্যবহার করি ।  

এই ক্রিম ত্বককে উপর থেকে ফর্সা করলেও ত্বকের ভিতরের কোমলতা নষ্ট করে দেয় যার কারণে কিছু দিন পর আমাদের ত্বকে নানা সমস্যা দেখা যায় ।  

এই সমস্যা এক পর্যায়ে স্কিন ক্যান্সারে রুপ নিতে পারে ।  

তাই এক্ষেত্রে আমাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য ঘরোয়া রেমেড়ি ব্যবহার করাই ভাল ।

আজ আমি আপনাদের সাথে এমন ২ টি ঘরোয়া রেমেড়ি শেয়ার করছি যে রেমেড়ি দিয়ে ঘরে বসে ত্বকের যত্ন নিতে পারবেন । 

ত্বকের যত্ন নেবার রেমেড়ি গুলো বানানোর প্রয়োজনীয় উপাদানঃ

চালের গুঁড়ার উপকারিতা ও ব্যবহার জেনে নিন

৩ চামচ চালের গুড়া

৬ চামচ কাঁচা তরল দুধ  

১ টি ভিটামিন – ই ও 

ত্বকের কালো দাগ দূর করার উপায়
হলুদ

হাফ চামচ হলুদ গুড়া 

ত্বকের যত্ন নেবার রেমেড়িটি তৈরি ও ব্যবহারের ধাপঃ 

রেমেড়ি-১

একটি বাটি নিয়ে এর মধ্যে ১ চামচ চালের গুড়া, ২ চামচ দুধ ও  ১ টি ভিটামিন – ই নিয়ে নিন । 

এরপর এদের ভালোভাবে মিশিয়ে নিন । 

মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে আলতো ভাবে মুখে লাগিয়ে নিন ।

 লাগিয়ে নেওয়ার পর ৩০ মিনিট অপেক্ষা করুণ । 

অতিরিক্ত-মুখ-ধোয়া

৩০ মিনিট পর প্যাক শুকিয়ে এলে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন , এরপর টাওয়াল নিয়ে মুখ মুছে ফেলুন । 

রেমেড়ি-২ 

প্যাকটি তৈরি করার জন্য একটি পরিষ্কার বাটি নিয়ে ২ চামচ চালের গুড়া ,হাফ চামচ হলুদ গুড়া ও ৪ চামচ দুধ একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ।

এরপর এটি মুখে এপ্লাই করে নিন ।

কাঁচা হলুদের ফেসমাস্ক

এটি মুখ এপ্লাই করার পর মুখের মধ্যে ২০ মিনিট রেখে দিন । 

এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । 

 মুখ ধুয়ার পর টাওয়াল দিয়ে মুখ মুছে ফেলুন । 

নোটঃ 

১। এই রেমেড়িটি সপ্তাহে ৩ দিন করে ব্যবহার করবেন ।

২। মুখ ভাল করে পরিস্কার করে প্যাক এপ্লাই করতে হবে । 

ত্বক ফর্সা করার ফেসপ্যাক

এই রেমেড়ি ব্যবহার করার পর দেখবেন ত্বক কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠেছে ।