এই ফেসপ্যাকটি মাত্র একবার ব্যবহার ত্বকের বয়স কমিয়ে দিবে ১০ বছর আর ত্বক হবে সতেজ ও টানটান

বন্ধুরা  আমাদের ত্বক রোদে পুড়ে গেলে ত্বকে মেছতা দেখা দিলে আমাদের ত্বক দিন দিন কালো হয়ে পড়ে ।

তাই আজ আমি খুব ইপেক্টিকব একটি ফেসপ্যাক শেয়ার করব যেটি মাত্র ২ থেকে ৩ বার ব্যবহার করলে রোদে পুড়া দাগ, মেছতা ও ব্রণের দাগসহ সব ধরনের দাগগুলোকে দূর করতে পারবেন ।   

মেছতা দূর করার উপায়

এছাড়া এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের বয়স ১০ বছর পর্যন্ত ইয়াং হয়ে ওঠোবে  আর ত্বক হবে সতেজ ও টানটান আর এর পাশাপাশি স্কিন টোন ব্রাইট করবে । 

চলুন রেমেড়িটি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই । 

প্রয়োজনীয় উপাদানঃ 

           ২ চামচ টকদই 

শীতকালে হাত পায়ের যত্নে দই

           ১/২ চামচ হ্লুদ গুড়া 

           ১ চামচ ময়দা ও 

           ২ টি ভিটামিন – ই 

তৈরি এবং ব্যবহার করার নিয়মঃ 

একটি পরিষ্কার বাটি নিয়ে সব উপাদান খুব ভালভাবে মিশিয়ে নিতে হবে ।

এটি খুব ভালভাবে মিশিয়ে নেওয়া পর একটি ব্রাশের সাহায্যে আপনার মুখে এপ্লাই করুন । 

এপ্লাই শেষে ২০ মিনিট অপেক্ষা করুন । 

ত্বক ফর্সা করতে আলুর ফেসিয়াল

২০ মিনিট পর ফেসপ্যাক শুকিয়ে এলে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।  

নোটঃ 

এই প্যাক টি সপ্তাহে ২ বার করে ব্যবহার করবেন ।

এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর দেখবেন আপনার মুখ ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে । 

Leave a Comment