বন্ধুরা তোমরা কি নিজেদের কাজ নিয়ে খুব ব্যস্ত?
কাজে ব্যস্ত থাকার কারণে সারাদিন ঠিকমত ত্বকের যত্ন নিতে পারো না?
হ্যাঁ বন্ধুরা, আসলে আমরা সবাই কাজে ব্যস্ত থাকার কারণে সারাদিন আমাদের ত্বকের যত্ন নিতে পারিনা,যার কারণে আমাদের ত্বকে দাগ হয় আর মুখের রং ফ্যাকাসে হতে থাকে। তাই, আমরা সারাদিন ত্বকের যত্ন নিতে না পারলেও রাতে ত্বকের মধ্যে নাইটক্রিম ব্যবহার করা দরকার। নাইটক্রিম সারা রাত ত্বককে রিপেয়ার করে। নাইটক্রিম ব্যবহার করলে মুখের কালোদাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে।
ত্বকের যত্ন নেবার জন্য আজকে আমি তোমাদের একটি নাইটক্রিম বানিয়ে দেখাব। এটি মাত্র ৫ মিনিটে তৈরি করে পুরু মাস জুড়ে ব্যবহার করতে পারবে। এটি ত্বকের কালোদাগ দূর করে ত্বক ফর্সা করার অসাধারণ কার্যকর নাইটক্রিম ।
চল নাইটক্রিমটি তৈরি করে নিই
নাইটক্রিম তৈরি করার প্রয়োজনীয় উপাদানঃ
- ভিটামিন ই -৪ টি
- গ্লিসারিন- ১ চামচ
- ক্যারট সুটিং জেল- ২ চামচ ও
- হলুদ গুড়া- ১ চিমটি

ধাপঃ
- প্রথমে ভিটামিন ই থেকে অয়েল বের করে নিতে হবে।
- এরসাথে নিতে হবে গ্লিসারিন, গাজরের সুটিং জেল ও হলুদ গুড়া ।
- এরপর সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিতে হবে।

এবার এটিকে কাঁচের কৌটায় সংরক্ষণ করে রাখ।

প্রাচীনকাল থেকে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার জন্য রুপচর্চায় হলুদ গুড়া ব্যবহার আসছে । আর ভিটামিন ই ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা, উজ্জ্বল ও কোমল করে তোলে।

নোটঃ
- তোমাদের কাছে গাজরের সুটিং জেল না থাকলে এলোভেরা জেল ব্যবহার করতে পারো। গাজরের সুটিং জেল কসমেটিক সপ অথবা অনলাইন সপে পাবে।
- নাইটক্রিমটি তৈরি হয়ে গেছে। পুরু মাস জুড়ে ব্যবহার করতে পারবে।
- এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে। এই নাইটক্রিমটি সারারাত ত্বককে রিপেয়ার করবে এবং এটি ত্বকের সমস্ত কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা বানাবে।