ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এলোভেরার এই টোনারটি ব্যবহার করুণ।

আমরা সঠিকভাবে আমাদের ত্বকের যত্ন না নেওয়ার কারণে আমদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় । ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেলেও অনেকে সময়ের অভাবে নিজের ত্বকের যত্ন নিতে পারে না । আজকে আমি আপনাদেরকে এলোভেরার এমন একটি টোনার শেয়ার করছি যার সাহায্যে আপনারা নিজেদের ত্বকের যত্ন নিয়ে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন। আর আপনারা এই টোনারটি বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন । 

এলোভেরার টোনার তৈরি ও ব্যবহারের নিয়মঃ  

প্রয়োজনীয় উপাদানঃ

এলোভেরা জেল – ২ চামচ 

গোলাপজল – ২ চামচ

ডিস্টিল ওয়াটার – ২ চামচ

তৈরির ধাপঃ 

একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান একসাথে নিয়ে ভাব করে মিশিয়ে নিতে হবে। 

সব উপাদান ভাল করে মিশে গেলে এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। 

এরপর এটি ত্বকের উপর স্প্রে করে নিন। 

এলোভেরা জেলঃ 

এলোভেরা জেল ত্বকের মধ্যে টোনার হিসেবে কাজ করবে কেননা এলোভেরা জেলের মধ্যে রয়েছে ময়েশ্চারাইজিং প্রপার্টি যা ত্বককে নরম ও কোমল রেখে ত্বকের বাষ্পীভবনকে হ্রাস করে ত্বককে কোমল,নমনীয় ও ফর্সা করবে। 

এটি ত্বককে ময়শ্চারাইজ করার সাথে সাথে ত্বক হতে ব্রন ও ব্রনের দাগ দূর করে দিয়ে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জলতা ফিরিয়ে আনবে।  

গোলাপজলঃ 

আমরা সকলে জানি গোলাপজল

ত্বকের মধ্যে গ্রেড  টোনার ও ময়েশ্চারাইজার

হিসেবে কাজ করে। 

নোটঃ 

১।  আপনারা যদি এই টোনারটি সারাদিনে দুই থেকে তিনবার ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক উজ্জ্বলতা ফিরে পাবে । 

২। এই টোনারটি ব্যবহার করার পর আপনারা কোন কিছু দিয়ে মুখ মুছে নিবেন না , এটি ত্বকের মধ্যে পুরোপুরি শুকিয়ে যেতে দিবেন। তাহলেই আপনারা খুব দ্রুত ভাল ফলাফল পাবেন। 

৩ । আপনারা বাড়িতে তৈরি এলোভেরা জেল ব্যবহার করতে পারবেন।

৪। আপনাদের কাছে যদি ডিস্টিল ওয়াটার না থাকে আপনারা পানি সিদ্ধ করার পর ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন।

ব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে না পারলে আপনারা অবশ্যই ত্বকের মধ্যে এই টোনারটি ব্যবহার করবেন। এই টোনারটি ব্যবহার করলে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসবে এবং ত্বকের উজ্জ্বলতা সবসময় বজায় থাকবে। নিজেদের ত্বককে উজ্জ্বল ফর্সা রাখার জন্য এটি ব্যবহার করুন ।