রাতে মাত্র ৫ মিনিটে ত্বককে স্বর্ণের মতো ফর্সা করার উপায়

বন্ধুরা আজকে এমন একটি দুর্দান্ত স্কিন হোয়াইটেনিং সিম্পল রেমেড়ি আপনাদের বানিয়ে দেখাব যাতে চেহারা স্বর্ণের মতো ধবধবে ফর্সা হয়ে উঠবে ।

ত্বককে ফর্সা কয়ার জন্য এই রেমেড়িটি অসাধারণ হবে । 

ত্বককে স্বর্ণের মতো ফর্সা করার এই উপায়টি কিভাবে তৈরি করতে হবে চলুন তা দেখে নিই।

ত্বককে ফর্সা করার উপায়টি প্রয়োজনীয় উপাদানঃ 

আলুর ফেসপ্যাক

দু’চামচ আলুর পেস্ট

এক চামচ টক দই

ত্বক ফর্সা করতে আলুর ফেসপ্যাক

 এক চামচ মধু 

ত্বককে ফর্সা করার উপায়টি তৈরি করার নিয়মঃ 

এটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটি মাঝারি সাইজের আলু।

ব্রণের দাগ দূর করতে আলুর ফেসিয়াল

মাঝারি সাইজের আলুটি নিয়ে এর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন।

খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে ব্লেন্ড করা আলু সহ সব উপাদান একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

ত্বককে ফর্সা করার উপায়টি ব্যবহারের নিয়মঃ  

বন্ধুরা আমাদের স্কিন হোয়াইটেনিং সিম্পল রেমেড়িটি তৈরি হইয়ে এলে একটি পরিষ্কার ব্রাশ দিয়ে মুখের উপর হালকাভাবে লাগিয়ে দিন ।

কালো ত্বক ফর্সা করার উপায়

লাগানোর পর ২০ মিনিট পর্যন্ত চেহারায় রেখে দিন ।

২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

বন্ধুরা এ রেমেড়িটি আপনারা দিনেও ব্যবহার করতে পারে আবার রাতেও ব্যবহার করতে পারেন । যদি রাতে ব্যবহার করেন তাহলে খুবই উপকার পাবেন । এটি ব্যবহারে ত্বক ফর্সা হবার সাথে সাথে আপনার মুখের কালচে দাগ , ব্রণের দাগ দূর হয়ে যাবে ।

ত্বক ফর্সা করার উপায়

এই রেমেড়িটি ব্যবহার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে গেছে ।

Leave a Comment