ত্বকের মধ্যে যদি একটি স্বর্ণালী আভা থাকে তাহলে আমাদের ত্বক অনেক বেশি সৌন্দর্য মন্ডিত হয় ।
আর বাড়িতে বসে যদি প্যাক এপ্লাই করার মাধ্যমে আমাদের ত্বক স্বর্ণের মতো চকচকে হয়ে যায় তাহলে কি রকম হবে ভাবুন তো ……
হ্যাঁ বন্ধুরা , আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 24k গোল্ড পাউডার দিয়ে তৈরি একটি ফেসপ্যাক যেটি ব্যবহার করলে আপনাদের ত্বক স্বর্ণের মতো চকচকে হয়ে যাবে ।
চলুন , ত্বককে স্বর্ণের মতো চকচকে করতে এই ফেসপ্যাকটি তৈরি করে নিই।
ফেসপ্যাকটি তৈরির উপাদানঃ
২ চামচ 24k গোল্ড পাউডার
২ চামচ চালের গুড়া ও
স্মোথ পেষ্ট তৈরি করার জন্য পরিমাণ মত দুধ
ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহারের ধাপঃ
১. প্রথমে একটি পরিস্কার বাটি নিন ।
২. সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট তৈরি করে নিন ।
৩. স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে ব্রাশের সাহায্যে সারা মুখ লাগিয়ে নিন ।
৪. এটি মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন ।
৫. ২০ মিনিট পর পরিস্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন ।
নোটঃ
24k গোল্ড পাউডার সরাসরি ত্বকে ব্যবহার না করা উচিত । অন্য কোন উপাদানের সাথে মিশিয়ে এটি ত্বকে এপ্লাই করলে ভাল ফলাফল পাওয়া যায় ।
বন্ধুরা , আপনারা এই ফেসপ্যাকটি বাড়িতে এপ্লাই করার পর দেখবেন ত্বকের দাগ দূর হয়ে ত্বক স্বর্ণের মতো চকচকে উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে ।