আমাদের ত্বকের অনেক কোষ প্রতিদিন মারা যায়। এই কোষগুলো ত্বকে জমে থাকলে ত্বক দিন দিন নিজের উজ্জ্বলতা হারিয়ে কালো হয়ে যায়। পাকা পেঁপে ত্বক হতে মৃতকোষ দূর করে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করবে । পাকা পেঁপে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার সাথে সাথে ত্বক হতে ব্রণ, রোদেপুড়া ভাব, বয়সের ছাপকে মুছে দিয়ে ত্বকের সৌন্দর্যকে বাড়িয়ে ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখবে।
তাছাড়া ত্বকে যদি হালকা দাগছোপ থাকে তাহলে পাকা পেঁপে সেই দাগগুলোকেও খুব সহজেই দূর করে দিবে। তাই ত্বকের যত্নের জন্য পাকা পেঁপের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে এর কার্যকারিতা আরো বেড়ে যায় ।
চলুন দেখে নিই ত্বকের যত্নে পাকা পেঁপের ফেসপ্যাক কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে।
পাকা পেঁপে ও গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাকঃ
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
- পাকা পেঁপের পেষ্ট – ৩ চামচ
- গোলাপের পাপড়ি গুড়া – ১ চামচ
- কাঁচা তরল দুধ – ১ চামচ
- লেবুর রস – ১ চামচ
ফেসপ্যাক তৈরি করার ও ব্যবহার করার পদ্ধতিঃ
- একটি পরিষ্কার বাটিতে পাকা পেঁপে, গোলাপের পাপড়ি গুড়া, কাঁচা তরল দুধ ও লেবুর রস
একসাথে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন ।
- এরপর কুসুম গরম পানিতে তোলা বা সুতির কাপড় ভিজিয়ে ত্বক ভালো করে মুছে নিন ।
- ব্রাশ বা তুলার প্যাডের সাহায্যে এটি মুখে লাগান।
- এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুণ ।
- ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
ফেসপ্যাকটির কার্যকারিতা বৃদ্ধি পাবার কারণঃ
গোলাপের পাপড়ি গুড়াঃ
গোলাপের পাপড়ি গুড়া আমাদের ত্বককে খুব ভালভাবে হাইড্রেড আর ময়েশ্চারাইজ করে যার ফলে আমাদের ত্বক হেলদি হয় ও রং ফর্সা হয় । আর ত্বক হতে বয়সের ছাপ কমে গিয়ে অসাধারণ একটি ইয়ংগার লোকিং চলে আসে এবং গোলাপের পাপড়ি গুড়া ব্যবহারে ত্বক ফর্সা হবার পাশাপাশি ত্বকের মধ্যে একটি গোলাপি আভা আসবে।
কাঁচা তরল দুধঃ
এই প্যাকটিতে কাঁচা তরল দুধ আছে । দুধের মধ্যে ল্যাকটিক এসিড থাকায় এটি আমাদের ত্বক হতে সবধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদেপুড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।
লেবুর রসঃ
লেবুর মধ্যে রয়েছে নেচারাল ব্লিচিং প্রোপার্টিস, যা ত্বককে লেচারালি ফর্সা করে তুলার জন্য কাজ করে।
নোটঃ
১। প্রথমে পাকা পেঁপের পেষ্ট তৈরি করে নিবেন ।
২। এক দিন পর পর সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারবেন।
৩। যাদের ত্বক সেনসেটিভ তারা লেবুর রসের পরিবর্তে ১ চামচ মধু এড করবেন।
৪। গোলাপের পাপড়ি গুড়া যে কোন কসমেটিকের দোকানে পাবেন ।
আপনারা তো সবাই পাকা পেঁপের এই ফেসপ্যাকটির উপকারিতা ও কার্যকারিতা সম্পর্কে জানলেন। ফর্সা ও উজ্জ্বল ত্বক পাবার জন্য এবং নিয়মিত ত্বকের যত্ন নেবার জন্য এই ফেসপ্যাকটিকে আজ হতে ব্যবহার করা শুরু করে দিন।