ত্বককে দুধের মত ফর্সা করতে গোলাপের পাপড়ির এই প্যাকগুলোর যে কোন একটি ব্যবহার করুন

0
1778
গোলাপের পাপড়ি, দুধ এবং চন্দন পাউডারের ফেসপ্যাকগোলাপের পাপড়ি, দুধ এবং চন্দন পাউডারের ফেসপ্যাক

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোলাপের পাপড়ি দূর্দান্ত  Skin Brightening face pack . গোলাপের পাপড়ির এই প্যাকগুলো ত্বককে গোলাপের মত গোলাপি করে তুলবে ।

এই ফেসপ্যাকগুলো খুব সহজে বাড়িতে তৈরী করতে পারবেন । এটি ব্যবহার করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক দুধের চাইতেও ধবধবে ফর্সা সুন্দর ,উজ্জ্বল্‌ আর গ্লোয়িং হয়ে গেছে  ।

তো বন্ধুরা চলুন রেমেডিগুলো কিভাবে তৈরি ও ব্যবহার করবেন তা দেখে নিই ,

প্যাক-১

গোলাপের পাপড়ি, দুধ এবং চন্দন পাউডারের ফেসপ্যাকঃ

যা যা লাগবেঃ

  • ২ চামচ গোলাপের পাপড়ির পেস্ট
  • ২চামচ চন্দন পাউডার এবং
  • পরিমাণমতো দুধ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

সব গুলো উয়াপাদান পরিস্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন গোলাপের পাপড়ির ফেসপ্যাক।

  • পরিষ্কার মুখে তোলো বা নরম কিছুর সাহায্যে ফেসপ্যাকটি ভালোভাবে এপ্লাই করে নিন।
  • 15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিন ।
  • এরপর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন।

প্যাক-২

গোলাপের পাপড়ি, ডিম এবং মধুর ফেসপ্যাকঃ

যা যা লাগবেঃ

  • ২ চামচ গোলাপের পাপড়ির পেস্ট
  • একটি ডিম এবং
  • ১ চামচ অপরিশোধিত মধু

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

  • একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন গোলাপের পাপড়ির এই অত্যন্ত কার্যকরী ফেসপ্যাকটি।
  • এবার পরিষ্কার মুখে তোলা বা মুখের ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি ভালোভাবে স্ক্রাব করে নিন।
  • এরপর শুকানোর জন্য ১৫ থেকে ২০ মিনিট সময় নিন।
  • এরপর পরিস্কার জলে মুখ ধুয়ে নিন।

নোটঃ

১। ভালো ফলাফলের জন্য এই ফেসপ্যাকের যে কোন একটি সপ্তাহে দুই থেকে তিনবার ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

ত্বক উজ্জ্বল ও ফর্সা করার সাথে সাথে গোলাপের পাপড়ির ফেসপ্যাক গুলো ব্যবহারের অন্যান্য উপকারিতাঃ

১। ত্বকের বিভিন্ন ধরনের বলিরেখা , ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তোলে।

২। ফেসপ্যাক গুলোতে বিদ্যমান বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বককে রাখে রোগমুক্ত সুস্থ এবং সতেজ।

৩। ফেসপ্যাক গুলো ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে অত্যন্ত কার্যকরী।

৪। গোলাপের পাপড়ির ফেসপ্যাক ত্বকের মৃতকোষকে সজীব করে তুলে।

এই প্যাকগুলো আমাদের ত্বকে স্থায়ীভাবে উজ্জ্বল এবং ফর্সা করতে অত্যন্ত কার্যকরী। গোলাপের পাপড়ির ফেসপ্যাক গুলো সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় ত্বকে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ঘরে বসেই খুব সহজভাবে গোলাপের পাপড়ির ফেসপ্যাক গুলো যে কেউ ব্যবহার করতে পারে।

এককথায় ত্বককে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে স্থায়ীভাবে উজ্জ্বল, ফর্সা, আকর্ষণীয়, সতেজ এবং মোহনীয় করতে গোলাপের পাপড়ির ফেসপ্যাকগুলো অত্যন্ত কার্যকরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here