তিল বা আঁচিল দূর করার সহজ দুটি উপায়।

চেহারায় ছোট তিল বা আঁচিল বিউটি স্পট হিসেবে কাজ করলেও অতিরিক্ত তিল আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। তাই চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের চেহারার অতিরিক্ত তিল থাকলে তা তুলে ফেলা দরকার।

আমাদের চেহারায় অতিরিক্ত তিল বা আঁচিল থাকলে অনেকেই চিকিৎসকের সাহায্যে অস্ত্রোপচারের মাধ্যমে তা তুলে ফেলে । কিন্তু প্রাকৃতিক উপায়ে বাড়িতে বসে নিজেরা চাইলে মুখের অতিরিক্ত তিল বা আঁচিল দূর করা সম্ভব। 

তিল হবার কারণ ও তিলের ধরণঃ

  • বর্ণ কোষের গঠন এর পরিবর্তনের ফলে ত্বকে তিল হয় । 
  • তিল অনেক সময় কালো, লাল বা ঘন নীল রঙের হয়ে থাকে।

সাধারণত তিল ত্বকের কোনো ক্ষতি করে না । কিন্তু আকারে বেড়ে গেলে বা খসখসে লালচে রং হতে শুরু করলে অর্থাৎ তিলের রং পরিবর্তন হতে শুরু করলে অবশ্যই তা বিপদের সংকেত হিসেবে ধরে নিতে হব।

তিল বা আঁচিল দূর করার উপায়

অনেকেই বেশি তিল থাকলে তা অস্ত্রপচারের মাধ্যমে শরীর থেকে তুলে ফেলে। তবে খুব বেশি তিল না হলে প্রাকৃতিক উপায়ে দূর করা যায় । আজকে আমি আপনাদেরকে এমন দুটি প্রাকৃতিক উপায় বা পদ্ধতি শেয়ার করব যার সাহায্যে আপনারা বাড়িতে বসে তিল দূর করতে পারবেন ।  

তিল বা আঁচিল দূর করার সহজ দুটি উপায়ঃ

পদ্ধতি ১ঃ 

প্রয়োজনীয় উপাদানঃ

  • এক চামচ মুলা বাটা 
  • আধ চামচ মাখন তোলা দুধ 
আঁচিল দূর করার ক্রিম
  • আধ চামচ পাতিলেবুর রস

তৈরি ও ব্যবহারের পদ্ধতিঃ

  • সবগুলো উপাদান একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে।
  • প্রতিদিন সকালে গোসলের আগে তিলের ওপর ফোঁটা  ফোঁটা পেষ্ট লাগিয়ে এক ঘন্টা অপেক্ষা করতে হবে। 
  • এক ঘন্টা পর গোসলের সময় ধুয়ে নিবেন । 
আঁচিল দূর করার কার্যকরী উপায়

পদ্ধতি ২ঃ 

প্রয়োজনীয় উপাদানঃ

  • সিকি কাপ দুধ 
মুখে তিল হওয়ার কারণ
  • ৫ ফোঁটা পাতিলেবুর রস 
  • এক চামচ মুলো বাটা 
  • ১ চামচ গুঁড়া ওট্মিল

তৈরি ও ব্যবহারের পদ্ধতিঃ

  • রাতে সিকি কাপ দুধে ৫ ফোঁটা পাতিলেবুর রস ঢেলে রেখে দিন। 
  • সকালে গোসলের এক ঘণ্টা আগে টকে -যাওয়া দুধের সাথে এক চামচ মুলো বাটা ও এক চামচ গুঁড়া ওট্মিল ভাল করে মিশিয়ে নিন । 
  • গোসলের আধ ঘন্টা আগে ছোট তুলার প্যাড মিশ্রণের ভিতর ডুবিয়ে তুলার প্যাড লাগিয়ে রাখুন।
 তিল বা আঁচিল দূর করার উপায়
  • আধ ঘন্টা পর গোসল করার সময় তুলার প্যাড সরিয়ে নিন ।

বন্ধুরা আপনারা এই দুই পদ্ধতির যে কোন একটি এপ্লাই করে তিল বা আঁচিল দূর করতে পারবেন। তবে তিল বা আঁচিল অতি মাত্রায় বেড়ে গেলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Leave a Comment