আমাদের একজোড়া গোলাপি ঠোঁট থাকলে আমাদের সৌন্দর্য আরো একটু বেড়ে যায় । কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে যখন শীতকাল তখন আমাদের ঠোঁটগুলো কালো হয়ে যায় ।

এছাড়াও শীতকালে ঠোঁট খসখসে হয়ে পড়ে এবং অনেকের ঠোঁট ফেটে যায়। ঠোঁট ফেটে যাওয়ার আগে যদি খসখসে থাকা অবস্থায় যত্ন নেওয়া যায় তাহলে ঠোঁটের ফাটা রোধ করা সম্ভব। আর সঠিক ভাবে যদি ঠোঁটের যত্ন নেওয়া যায় তাহলে কালো ঠোঁট গোলাপি হয়ে ওঠবে । আমাদের সকলের ইচ্ছে আমাদের ঠোঁট গুলো ঘরে বসে প্রাকৃতিক ভাবে গোলাপি করতে।

তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠোঁট ফাটা প্রতিরোধ করে ঠোঁট গোলাপি করার রেমেড়িটি। এই রেমেড়িটি ঠোঁট ফাটা প্রতিরোধ করে ঠোঁটকে গোলাপি করে তুলতুলে নরম করে তুলবে।
চলুন তাহলে ঠোঁট গোলাপি করার রেমেডি টি বানিয়ে নিই।
ঠোঁট গোলাপি করার রেমেডি টি তৈরি করার উপায়ঃ
এই রেমেডি কে দুই ভাগে ভাগ করে এপ্লাই করতে হবে ।
- ধাপ ১ – স্ক্রাব
- ধাপ ২- লিপবাম তৈরি
ধাপ ১ – স্ক্রাবঃ
প্রয়োজনীয় উপাদানঃ

- এক চামচ – ক্যাসটর অয়েল ( রেড়ির তৈল )
- দুই চামচ – চিনি
তৈরির ধাপঃ
- একটি পরিষ্কার বাটির মধ্যে ক্যাসটর অয়েল ও লেবু একসাথে নিয়ে উপাদান গুলোকে খুব ভালো করে মিশিয়ে নিন।

- ক্যাসটর অয়েল ও লেবু মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি নিয়ে ঠোঁটে ৫ মিনিট স্ক্রাব করুন।
- ঠোঁট ৫ মিনিট স্ক্রাব করার পর টিস্যু বা সুতির কাপড় দিয়ে মুছে নিন।
- ঠোঁট স্ক্রাব করার পর ঠোঁটে এপ্লাই করতে হবে লিপবাম।
- আপনারা বাড়িতে তৈরি করা লিপবাম ব্যবহার করলে ঠোঁটের জন্য বেশি উপকারি হবে । তাই আমি আপনাদেরকে বাড়িতে লিপবাম তৈরির পদ্ধতি শেয়ার করছি ।
ধাপ ২- লিপবাম তৈরি
প্রয়োজনীয় উপাদানঃ
- দু’চামচ – এলোভেরা জেল
- এক চামচ – গ্লিসারিন

- ৪ টি – ভিটামিন ই
তৈরির ধাপঃ
- একটি পরিষ্কার বাটি নিয়ে এরমধ্যে এলোভেরা জেল, গ্লিসারিন ও ভিটামিন ই নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- সবগুলো উপাদান ভালো করে মিশে গেলে একটি কাচেঁর কৌটায় নিয়ে স্টোর করে রাখতে পারবেন ।
- ঠোঁট স্ক্রাব করার পর এই লিপবাম এপ্লাই করুণ ।

নোটঃ
১। এই লিপবাম এক সপ্তাহ স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন ।
এটি পদ্ধতিটি টানা তিন ব্যবহার করলে আপনারা দেখবেন আপনাদের ঠোঁটের কালো ও ফাটাদাগ দূর হয়ে ঠোঁট গোলাপি হয়ে ওঠেছে । আপনারা এই রেমেডি কে শীতকাল ছাড়াও সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবেন।