ঠোঁটের কালচে ভাবকে দূর করার উপায় । Baby pink lips

মুখের অন্যতম সৌন্দর্যের অংশ হলো ঠোঁট । ঠোঁট কালচে হয়ে যাওয়া মানি মুখের অর্ধেক সৌন্দর্যের নষ্ট হয়ে গেছে । তা হতে পারে নিম্ন মানের লিপবাম ব্যবহার করার কারণে , ধূমপান করার কারণে দীর্ঘ সময় ধরে যত্ন না নেওয়া কারণে ঠোঁট কালচে হয়ে পড়ে । ঠোঁট কালো না হওয়ার জন্য সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হলো জিব্বা দিয়ে বারবার ঠোঁট না ভেজানো অনেকের এটি অভ্যাসে পরিণত হয়েছে যার কারণে ঠোঁট ফেটে যায় সাথে কালচে ভাব চলে আসে ।

চলুন জেনে নিই কিভাবে কালচে ভাব ঠোঁট থেকে দূর করবেন ।

প্রয়োজনীয় উপকরণঃ

  • ২ টি ভিটামিন – ই
  • হাফ চামচ অলিভ অয়েল
  • ১ চামচ চিনি

তৈরি ও ব্যবহার করার উপায়ঃ 

  • একটি খালি বাটি নিয়ে এরমধ্যে ২ টি ভিটামিন – ই  ,অলিভ অয়েল সাথে ১ চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন ।
  • মিশিয়ে নেওয়ার পর হাতের আঙ্গুলের সাহায্য মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে নিন ।
  • লাগিয়ে নেওয়ার পর ১০ মিনিট ঘষতে থাকুন ।
  • ১০ মিনিট পর  ১টি কটন প্যাড নিয়ে ঠোঁট মুছে নিন ।

নোটঃ

  • এভাবে এই ঠোঁটের ক্রিমটি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুণ ,
  • অব্যশই ভালো ফলাফল পাবেন । 
  • ঠোঁট কালো না হওয়ার জন্য সবার প্রথমে যে কাজটি করবেন সেটি হলো জিব্বা দিয়ে বারবার ঠোঁট না ভেজানো । অনেকের আবার এটি অভ্যাসে পরিণত হয়েছে যার কারণে ঠোঁট ফাটে,  এর ফলে ঠোঁটে কালচে ভাব চলে আসে ।

Leave a Comment