আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেইসপ্যাক শেয়ার করব , যার ব্যবহারে আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি ইয়াং হয়ে উঠবে। পাশাপাশি এই ফেইসপ্যাকটি ত্বক থেকে কালোভাব দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম ,কোমল ,মসৃণ ও দীপ্তময়।

আমি এই ফেইসপ্যাকটি কে দুটি Step এ ভাগ করেছি .
Step1: cleansing
ক্লিনজার টি তৈরি করার নিয়ম:
- ক্লিনজার তৈরি করার জন্য একটি বাটিতে ১ চামচ দুধ ও ১ চামচ ট্মেটোর রস নিয়ে এদের মিশিয়ে নিন।
- এবার একটি কটন বাট দিয়ে আপনার ত্বককে ক্লিন করে নিন ।

এই ক্লিনজার দিয়ে ত্বক ক্লিন করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বকের সমস্ত ধুলো ময়লা দূর হয়ে ত্বক ক্লিন ও ফ্রেস হয়ে গেছে।

Step 2:face pack
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
- টমেটোর পেষ্ট
- আলোভেরা জেল
- চালের গুড়া
- কাঁচা তরল দুধ
ফেইসপ্যাক টি তৈরি করার নিয়ম:
- ফেইসপ্যাক বানানোর জন্য ২ চামচ টমেটোর পেষ্ট নিতে হবে।
- এবার এরসাথে নিয়ে নিব ১ চামচ আলোভেরা জেল
- ১ চামচ চালের গুড়া
- ও ১ চামচ কাঁচা তরল দুধ ।
- এরপর এদেরকে মিশিয়ে নিতে হবে।

প্যাক টি ব্যবহার করার নিয়মাবলী:
- এই ফেইসপ্যাকটি তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে চেহারায় ভালভাবে লাগিয়ে নিন।
- যদি আপনাদের কাছে ব্রাশ না থাকে সে ক্ষেত্রে হাত ভালো করে পরিষ্কার করে হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন।
- প্যাকটি মুখে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ।
- 15 মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।

ফেইসপ্যাক টি কাজ করার কারণঃ
টমেটো:
প্যাকটিতে ট্মেটো থাকায় এটি আমাদের ত্বকে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বকের সব ধরণের ডার্ক স্পট,ব্রণের দাগ ,রোদেপুড়া দাগ ও পিগমেন্টেশনকে অনায়াসে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করবে যার কারণে ত্বকে বয়সের ছাপ আসবেনা এবং ত্বক সবসময় ইয়াং দেখাবে ।

আলোভেরা জেল:
আলোভেরা জেলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপার্টি যা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে তুলতুলে নরম ও কোমল করে তুলবে ।

চালের গুড়া:
চালের গুড়ার মধ্যে Natural skin lightening property থাকায় এটি আমাদের ত্বক থেকে Fine line, wrinkles, pimples, ও age spot এর মত চিহ্নগুলো দূর করে ত্বককে এতটাই ফর্সা ও clean করে তুলবে যার ফলে আমাদের বয়স কমপক্ষে ৩-৫ বছর কম দেখাবে।

নোট:
- প্যাক টি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
- তরল দুধ ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে দুধ যাতে খাঁটি হয় ।

এই প্যাকটি যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বক হতে কালোদাগ,বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন ফর্সা করে তুলবে।