ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এবং ত্বক উজ্জ্বল করতে ম্যাজিকের মত কার্যকরী কিছু টমেটোর ফেসপ্যাক

0
950

তরকারি হিসেবে অত্যন্ত সুস্বাদু টমেটো খেলে আমরা সকলেই জানি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কিন্তু বর্তমান গবেষক এবং বিউটিশিয়ানরা বলছেন যে ত্বকের জন্য তরকারি হিসেবে টমেটো খাওয়ার চেয়ে টমেটো বাহ্যিকভাবে ত্বকে ব্যবহার করলে আরো ভালো ফল পাওয়া যায়।

তাই যারা নিজেদের ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে চান এবং ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করতে চান তাদের জন্য আমাদের এই আলোচনা।

সুপ্রিয় বন্ধুরা আমাদের এই আলোচনাটি সাজিয়েছি টমেটোর এমন কিছু ম্যাজিকাল ফেসপ্যাক নিয়ে যা অতি দ্রুত আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে দিবে। 

মুখের দাগ দূর করার উপায়

আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং ফর্সা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বক ফর্সাকারী টমেটোর কার্যকরী ম্যাজিকাল ফেসপ্যাক।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এবং ত্বক উজ্জ্বল করতে  ম্যাজিকের মত কার্যকরী কিছু টমেটোর ফেসপ্যাক সমূহঃ

টমেটো এবং অলিভ অয়েলের ফেসপ্যাকঃ

উপকরণঃ

  • একটি অর্ধেক পাকা টমেটোর পেষ্ট
  • ১ চা চামচ অলিভ অয়েল
  • ১ চামচ বেসন

তৈরির ধাপঃ  

  • একটি অর্ধেক পাকা টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়ে তাতে ১ চা চামচ অলিভ অয়েল ও ১ চামচ বেসন যোগ করে মিশিয়ে নিন।  
  • পরিষ্কার মুখে তুলা বা নরম কিছুর সাহায্যে টমেটোর ফেসপ্যাকটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।
  • 5 থেকে 7 মিনিট ভালভাবে মাসাজ করুন।
  • এরপর 10 মিনিট মতো সময় দিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

উপকারিতাঃ

  • শুষ্ক ত্বকের শুষ্কতা সম্পূর্ণরূপে দূর করবে।
  • ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।
  • ত্বককে কোমল করে তুলবে।
  • ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।

বিঃদ্রঃ

  • টমেটো অথবা টমেটোর ফেসিয়ালে বিদ্যমান কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহারে বিরত থাকুন।
  • ত্বকে ফেস প্যাক লাগিয়ে রোদে বা ধুলাবালি যুক্ত স্থানের যাবেন না।
  • ফেসপ্যাক ব্যবহার করার পর আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিন।

দ্রুত সময়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে ত্বক কে দাগ মুক্ত, উজ্জ্বল এবং ফর্সা রাখতে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে টমেটোর অত্যন্ত কার্যকরী এই ম্যাজিকাল ফেসপ্যাক গুলো  ব্যবহার করে দেখুন। ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত দুবার ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here