ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে টকদই ও বেসনের ফেসপ্যাক

0
4270

বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বকের দাগ দূর করে ত্বককে দ্রুত ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং বানানোর জন্য টকদই ও বেসনের ফেসপ্যাক । টকদই ও বেসনের এই ফেসপ্যাকটি ব্যবহার করলে আপনারা একই সাথে দু’রকম বেনিফিট পাবেন। প্রথমত এই ফেসপ্যাকটি  ত্বকের সকল দাগকে দূর করে দিবে। দ্বিতীয়টি হল এটি ত্বককে ফর্সা করে দিবে। তাছাড়াও এটি ত্বকের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এবং ফেসিয়াল হেয়ারকে থাকলে তাও দূর করে দিবে। তার সাথে সাথে এটি ত্বককে করে দিবে ধবধবে কাচের মতো ফর্সা।

চলুন ফেসপ্যাকটি তৈরি করে নিই।

video

টকদই ও বেসনের ফেসপ্যাকঃ

টকদই ও বেসনের ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ  

প্রয়োজনীয় উপাদানঃ  

  • টকদই – ২ চামচ
  • বেসন- ২ চামচ
  • হলুদ গুড়া – ১/২ চা চামচ
  • গোলাপজল – স্মোথ পেষ্ট বানানোর জন্য পরিমাণমত।
টকদই ও বেসনের ফেসপ্যাক

ধাপঃ

  • প্রথমে একটি পরিস্কার বাটি নিয়ে টকদই, বেসন , হলুদ গুড়া ও গোলাপজল নিতে হবে।
  • এরপর এদেরকে একসাথে মিক্স করে নিতে হবে। 
  • স্মোথ পেষ্ট তৈরি হয়ে যাবার পর এটিকে ত্বকের উপর এপ্লাই করতে হবে।
  • প্যাকটি এপ্লাই করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • প্যাকটি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে।
ত্বকের দাগ দূর করতে টকদই ও বেসনের ফেসপ্যাক

কাজ করার কারণঃ

টকদইঃ

দইয়ের মধ্যে থাকা ভিটামিন বি ৫ ত্বক হতে কালো দাগ,বয়সের ছাপ ও ব্রণের দাগকে দূর করে দিয়ে ত্বককে দাগহীন করে তুলবে।

বেসনঃ

আমাদের ত্বকের মধ্যে সারা দিনে জমে থাকা ধুলো ময়লাকে ত্বক হতে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য বেসন ত্বকের মধ্যে অসাধারণ কাজ করে থাকে। বেসনের মধ্যে  থাকা উপাদানগুলো স্কিন টোন সমান করে স্কিন কালার ব্ল্যালেন্স করে স্কিনে অন্যরকম একটি গ্লো নিয়ে আসে।

ত্বকের দাগ দূর করার উপায়

হলুদঃ

হলুদের মধ্যে ত্বকের জন্য অনেক উপকারী উপাদান   রয়েছে ,তার মধ্যে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার অতি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হল অ্যান্টি- অক্সিডেন্ট। হলুদের মধ্যে থাকা অ্যান্টি- অক্সিডেন্টের কাজ হল ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ,তামাটে ভাব ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বককে ভিতর থেকে ফর্সা করে তুলা।আর হলুদের মধ্যে থাকা অন্যান্য উপাদানগুলো ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

গোলাপজলঃ

গোলাপজল আমাদের ত্বকের টোনকে সমান করবে।

নোটঃ

১।সপ্তাহে ৩ বার এপ্লাই করুণ।

২। চোখ ও ঠোঁটে লাগাবেন না । 

৩। আপনারা যদি টকদই বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে এটি আপনাদের ত্বকের জন্য খুব ভাল হবে।   

আপনারা এই ফেসপ্যাকটিকে নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বকের দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে। আপনারা এটিকে ট্রাই করুণ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here