জাফরান হচ্ছে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি । যদিও অনেকে জাফরানকে মশলা বা রঙ হিসেবে চিনে থাকেন, কিন্তু বাস্তবে জাফরান হচ্ছে ফুলের পরাগ রেনু।জাফরান ক্রোকাস স্যাটিভা নামের একটি এক্সোটিকবা বহিরাগত ফুল থেকে আহরিত হয়। ইরান, ভারত এবং গ্রিসের কিছু এলাকাতে এটির উৎপাদন হয়ে থাকে।
জাফরানের কোন গুঁড়ো হয় না। ভালো মানের জাফরানে মিষ্টি সুগন্ধ থাকে, দানাগুলো হয় সরু ও লম্বা লম্বা। খাবারের স্বাদ বৃদ্ধিতে জাফরান বহুল ব্যবহৃত হলেও ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্যরক্ষাতেও এটি সমান কার্যকরী।
ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, ভিটামিন সি সহ প্রায় ১৫০টি গুরুত্বপূর্ণ উপাদান জাফরানে রয়েছে যা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী।
এই উপাদান গুলো থাকায় জাফরানের ফেসপ্যাক ত্বকে ব্যবহার করলে ত্বক ফর্সা হবার পাশাপাশি ত্বকের অনেক সমস্যার সমাধান হয় ।
আসুন, জাফরনের কিছু ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি জেনে নিই।
দুধ এবং জাফরানের ফেসপ্যাক
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
গরুর দুধ ১ কাপ

জাফরান দানা ১ চিমটি
১ চামচ ময়দা
প্রস্তুত প্রনালি
চুলায় ফুটানো দুধ নিন,দুধ যেন বেশি ঘন না হয়।
দুধের মাঝে জাফরান দিয়ে ২ মিনিট ফুটিয়ে চুলো বন্ধ করে দিন।
এর সাথে ময়দা দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন ।

স্মোথ পেষ্ট তৈরি হয়ে এলে মুখ পরিস্কার করে এপ্লাই করে নিন ।
এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই দিন আপনার ত্বকে ব্যবহার করতে পারেন।
জাফরান এবং কাঁচা দুধের ফেসপ্যাক
ফেসপ্যাক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

৫ দানা জাফরান,
১/২ কাপ কাঁচা দুধ
জাফরান এবং কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ২-৩ ঘন্টা রেখে দিন।

ত্বক ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে নিন।
১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন। এটি ত্বক ভিতর থেকে উজ্জ্বল করে থাকে।
জাফরানে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা ব্রণ দূর করে ত্বকের কালো দাগ দূর করে থাকে।
জাফরান ফেসপ্যাকের উপকারিতা
১. বয়সের ছাপ দূর করে

দুধ ও জাফরান ত্বকের যেসব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী, সেসব দূর করে ত্বকের ভেতর থেকে তারুণ্য জাগিয়ে তোলে।
২. ত্বককে ময়েশ্চারাইজ করে
এই প্যাক ত্বকের শুষ্ক ভাব দূর করে কোমল ও নরম করে তোলে ।
৩. রোদে পোড়া ভাব দূর করে
জাফরান ও দুধের এই ফেসপ্যাক রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে।
৪. ত্বককে উজ্জ্বল করে
জাফরান এবং দুধের তৈরি এই ফেসপ্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল ও রং ফর্সা হবে।