চোখের পলকে মুখের দাগ দূর করতে এলোভেরার ফেসপ্যাক

0
5047
মুখের দাগ দূর করতে এলোভেরার ফেসপ্যাক

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সিক্রেট রেমিডি। এই রেমেড়িড়ি ব্যবহার করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের মুখ হতে সকল দাগ চোখের পলকে দূর করে দিবে।

তার পাশাপাশি দুধের চাইতেও ধবধবে ফর্সা, উজ্জ্বল ,ঝকঝকে আর গ্লোয়িং হয়ে গেছে এবং তার সাথে সাথে ত্বকের সমস্ত দাগ ছোপ একেবারে গায়েব হয়ে গেছে।

বন্ধুরা চলুন দেখে নিই এই সিক্রেট রেমিডিটি কিভাবে তৈরী করতে হবে।

টমেটো,মধু এবং অ্যালোভেরা জেল ফেসপ্যাকঃ

প্রধান উপকরণ সমূহঃ

২ চা চামচ এলোভেরা জেল

১ চা চামচ মধু

একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট

১ চামচ চালের গুড়া

তৈরীর পদ্ধতিঃ

সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই প্যাক তৈরি হয়ে যাবে।

তবে প্যাকটি স্মোথ হওয়া পর্যন্ত মিশাতে হবে ।

মুখের দাগ দূর করতে ত্বকে প্যাকটি ব্যবহার পদ্ধতিঃ

প্রথমেই আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।

পরিষ্কার তোলা অথবা ব্রাশের সাহায্যে মুখের দাগ এবং গর্তযুক্ত স্থানে এবং সম্পূর্ণ মুখে ভালভাবে লাগিয়ে নিন।

এরপর স্ক্রাবার দিয়ে গর্ত যুক্ত স্থানে ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন অন্তত ৩ থেকে ৫ মিনিট।

এরপর ১০ থেকে ১৫ মিনিট প্যাকটি শুকানোর সময় দিয়ে সবশেষে ঠাণ্ডা পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

এবং আপনার ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে নিন।

কাজ করার কারণঃ

এলোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা আমাদের ত্বকের গর্ত এবং ত্বকের দাগ দূর করতে খুবই উপকারী।

অ্যালোভেরা এবং মধু আমাদের ত্বকের মৃত কোষ দূর করে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধিতে সাহায্য করে।

মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি,  জিংক এবং কপার। যা আমাদের ত্বকের গর্ত এবং গর্তের দাগ সম্পূর্ণরূপে দূর করতে খুবই উপকারী।

টমেটোতে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন সি ত্বকের কালো দাগ দূর করতে টমেটো খুবই উপকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here