মাত্র ৩ দিনে চোখের নিচের কালো দাগ দূর করার সব থেকে সেরা উপায়।

বন্ধুরা আমাদের চেহারা যতই সুন্দর হোক না কেন ! আমাদের চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে তা আমাদের সৌন্দর্যকে নষ্ট করে দেয় ।  

আজকে আমি আপনাদের শেয়ার করব মাত্র ৩ দিনে চোখের নিচের কালো দাগ দূর করার সব থেকে সেরা  উপায় । বন্ধুরা, আমরা আমাদের চেহারার যত্ন নেবার জন্য অনেক রকম রেমেড়ি ব্যবহার করলেও আমাদের চোখের  জন্য আলাদা কোন রেমেড়ি ব্যবহার করি না। 

যার কারণে  আমাদের চোখের নিচে কালো দাগ তৈরি হয় । চোখের  নিচের এই কালো দাগ আমাদের চেহারার সৌন্দর্যকে ফ্যাকাসে করে তুলে । আমাদের চেহারা ফর্সা হলেও এই কালো দাগের কারণে আমদের চেহারা দেখতে ভাল লাগে না ।  

বন্ধুরা , আমি আপনাদেরকে এই খুব সহজ ২টি রেমেড়ি শেয়ার করছি , যার সাহায্যে আপনারা আপনাদের চোখের নিচের কালো দাগগুলোকে মাত্র ৩ দিনে দূর করতে পারবেন ।

বন্ধুরা, চলুন রেমেড়ি ২টি তৈরি করে নিই ।  

রেমেড়ি ১ঃ চোখের নিচে কালো দাগ দূর করার মাস্ক  

মাস্ক তৈরির প্রয়োজনীয় উপাদানঃ 

আলুর রস – ৩ চামচ 

কফি পাউডার -১ চামচ ও 

ময়দা – ১ চামচ 

চোখের নিচে কালো দাগ দূর করার মাস্ক তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ  

১। প্রথমে একটি আলু

নিয়ে এর খোসা তুলে এটিকে টুকরো করে কেটে নিন।  

২। এবার টুকরা করা আলুকে ব্লান্ডারে নিয়ে ব্লেন্ড করে করে নিতে হবে । 

৩। ছাঁকনির সাহায্যে ছেঁকে আলুর রস বের করে নিতে হবে ।   

৪। এরপর পরিমাণমত আলুর রস,কফি পাউডার ও ময়দা একটি পরিস্কার বাটিতে নিয়ে ভাল করে মিশিয়ে স্মোথ পেষ্ট

বানিয়ে নিতে হবে।  

৫। মাস্কটি তৈরি হয়ে

গেলে এটিকে চোখের চারপাশে লাগিয়ে নিন।  

৬। এই মাস্কটি লাগিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।  

৭। ১০ মিনিট পর নরমাল জল দিয়ে ধুয়ে নিবেন ।   

কাজ করার কারণঃ 

আলুঃ

আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রোপার্টি থাকে, যা আমাদের চোখের নিচের কালো

দাগকে দূর করে দিবে । এটি চোখের নিচের কালো দাগকে

দূর করে চোখের চার পাশের এরিয়াকে ফর্সা করে তুলবে।  

কফিঃ

কফির মধ্যে আছে কেফেইন ও খুব পাওয়ারফুল অ্যান্টি-অক্সিডেন্ট আছে , যা ত্বক হতে মরা কোষ তুলে ফেলে চোখের নিচের কালো দাগকে দূর করে চোখের চারপাশকে ফর্সা করবে। 

ময়দাঃ 

ময়দাতে ক্লিনজিং প্রোপার্টি থাকায় এটি চোখের চারপাশের সমস্ত এরিয়াকে ফর্সা করবে। 

নোটঃ 

১। এই মাস্কটি চোখের উপরের পাতায়ও লাগাতে পারেন ।  এটি চোখের নিচের কালো দাগকে দূর করার সাথে সাথে চোখের উপরের পাতার কালো দাগকেও দূর করবে । 

২। এটি চোখের ফোলা ভাব ও চোখের নিচে ভাজ পড়া চামড়াকেও সারিয়ে তুলবে ।  

রেমেড়ি ২ঃ চোখের নিচের কালো দাগ দূর করার জেলঃ  

জেল তৈরির প্রয়োজনীয় উপাদানঃ

এলোভেরা জেল- ১ চামচ

হলুদ গুড়া- এক চিমটি

গ্লিসারিন- ১ চামচ

চোখের নিচের কালো দাগ দূর করার জেল তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ   

ধাপঃ

১। একটি পরিস্কার বাটিতে পরিমাণমত এলোভেরা জেল, হলুদ গুড়া ও গ্লিসারিন নিয়ে সবগুলো উপাদানকে ভাল করে মিশিয়ে নিন।  

২। সবগুলো উপাদান মিশে গেলে এই আই জেলটিকে চোখের উপরে ও নিচে হালকাভাবে  ৫ মিনিট ম্যাসাজ করুণ। 

৩। এই জেলটিকে রাতে এপ্লাই করবেন। এপ্লাই করার পর এটিকে সারারাত রেখে দিবেন । 

৪। এরপর সকালে চোখকে ক্লিন করে নিলে হবে । 

কেন কাজ করবেঃ 

এলোভেরা জেলঃ

এলোভেরা জেল চোখের নিচের ত্বককে ময়শ্চারাইজ করবে । এর কারণে চোখের নিচের কালো দাগ ফিরে

আসতে পারবে না আর বয়সের ছাপও হতে পারবে না । 

হলুদ গুড়াঃ

যতই পুরানো দাগ হোক, হলুদ গুড়া চোখের ডার্ক সার্কেল অর্থাৎ চোখের নিচের কালো দাগকে দূর করে চোখের নিচের অংশকে ফর্সা করবে । 

নোটঃ

১। আপনারা এই আই

জেলটিকে কাচেঁর কৌটায়  সংরক্ষণ করে ১ মাস ব্যবহার করতে পারবেন ।     

২। আপনারা এই ২টি রেমেড়ির যে কোন একটি ব্যবহার করতে পারবেন । তবে এই ২টি রেমেড়ি এক সাথে পর পর এপ্লাই করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন ।    

৩। এই রেমেড়ি ২টি একসাথে ব্যবহার করলে সপ্তাহে ৩ দিন ব্যবহার করবেন ।