বাড়িতে বসে চুলকে সুপার সিলকি করার ১০০% কার্যকর উপায়

চুল সিল্কি করার উপায়

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে চুলকে সুপার সিলকি করার ১০০% কার্যকর উপায় । এই উপায়টি গ্রিনটি দিয়ে তৈরি করব ।

অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা, পানীয় হিসেবে গ্রিনটি সুস্বাধু হলেও চুলের যত্নে গ্রিনটির ব্যবহার চুলকে সিল্কি ও ঘন কালো উজ্জ্বল করে তুলতে অত্যন্ত কার্যকরী। গ্রীনটি তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, বি, বি৫, ই, সি , ক্রোমিয়াম, জিংক , এবং ম্যাঙ্গানিজ। যা প্রাকৃতিক ভাবে আমাদের চুলের গোড়ায় শক্তি যোগায় এবং চুলকে করে তুলে মসৃণ ও সুপার সিল্কি।

চুল সিল্কি করার উপায়

চুলকে সুপার সিলকি করার উপায়ঃ

ব্যবহৃত উপাদানঃ

৬ টেবিল চামচ গ্রিন টি-এর লিকার

৪ চামচ আমলকি পাউডার

৪ টেবিল চামচ ক্যাস্টর অয়েল 

চুলকে সুপার সিলকি করার উপায়টি তৈরীর প্রক্রিয়াঃ

প্রথমে পানি গরম করে কড়া করে গ্রিনটি এর লিকার তৈরি করে নিতে হবে।

এরপর একটি পাত্রে গ্রিন টি-এর লিকার এর সাথে আমলকি পাউডার এবং ক্যাস্টর অয়েল যোগ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করতে হবে অত্যন্ত কার্যকরী একটি রেমিড়ি।

চুল সিল্কি করার উপায়

গ্রিনটি এর রেমিডি চুলে ব্যবহারের নিয়মঃ

পরিষ্কার মাথার ত্বকে গ্রিনটি এর রেমিডি ব্যবহার করতে হবে।

চুলের গোড়ায়, মাথার ত্বকে এবং সম্পূর্ণ চুলে রেমিড়ি টি হেয়ার ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন।

মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল ভালভাবে আঁচড়ে নিন।

এরপর ১০ মিনিট অপেক্ষা করুন।

এরপর ব্যবহারে শ্যাম্পু দিয়ে চুল এবং মাথা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।

চুল সিল্কি করার উপায়

গ্রিনটি-এর এই রেমেড়িটি নিয়মিত ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে সুপার সিল্কি এবং ঘন, কালো ও স্বাস্থ্যোজ্জ্বল।