খুশকিকে দূর করে মাত্র ৭ দিনে চুল লম্বা ঘন করার সবথেকে কার্যকারি উপায়

খুশকিকে দূর করে মাত্র ৭ দিনে চুল লম্বা ঘন করার সবথেকে কার্যকারি উপায়

খুশকি যেন আমাদের সবার কমন একটি সমস্যা । আর যাদের খুশকির সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যাও রয়েছে ।

এ সমস্যা কমন হলেও এর প্রতিকার নিয়ে সবার খুব ঝামেলা পোহাতে হয়।

চুল পড়া বন্ধ করতে জাফরান

খুশকি দূর করবে ও চুল পড়া বন্ধ করবে এমন রেমেড়ি একসাথে পাওয়া যায় না বলে খুশকি দূর করার জন্য ও চুল পড়া বন্ধ করার জন্য আলাদা আলাদা রেমেড়ি ব্যবহার করতে হয় ।

আর অনেকে সময়ের অভাবে আলাদাভাবে রেমেড়ি ব্যবহার করতে না পারায় চুলের সঠিক যত্ন নিতে পারেনা ।

আজ  আপানাদের সাথে ১০০% কার্যকরি একটি রেমেড়ি শেয়ার করছি যে রেমেড়িটি একসাথে খুশকি দূর করবে, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে ও চুল লম্বা করতে সাহায্য করবে।

চলুন রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই।

রেমেড়িটি তৈরি করার জন্য যে যে উপাদান লাগবেঃ

কলার উপকারিতা

১ টি পাকা কলা

২ চামচ ক্যাসটর অয়েল

২ টেবিল চামচ নারিকেল তেল ও

২ টেবিল চামচ মধু

তৈরি করার প্রণালীঃ

১ টি পাকা কলা নিয়ে এর খোসা ছাড়িয়ে নিন ।

এরপর কলা টুকরো টুকরো করে কেটে একটি ব্লেন্ডার নিয়ে এর মধ্যে টুকরো করা কলাগুলো ঢেলে নিন ।   

এবার ব্লেন্ডারের মধ্যে ২ চামচ ক্যাস্টার অয়েল আর ২ চামচ নারিকেল তেল দিয়ে ব্লেন্ড করে নিন ।

আর এতে কোনো পানি দিবে না ।

ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়ার প্রাকৃতিক উপায়

ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটির মধ্যে ঢেলে নিন ।

এর মধ্যে ২ চামচ মধু দিয়ে ভালভাবে মিশিয়ে নিন ।

ব্যবহার করার নিয়মঃ

চুল ঘন করার উপায়

 একটি ব্রাশের সাহায্য আপনি মাথার তালুর মধ্যে সাহায্য লাগিয়ে নিন ।

এটি লাগিয়ে নেয়ার পর ৩০ মিনিট অপেক্ষা করুন।

৩০ মিনিট পর হারবাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

চুল ঘন কালো করার উপায়,

নোটঃ

১। এটি এভাবে সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন।

২। হারবাল শ্যাম্পু না থাকলে ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারবেন ।