মাত্র ১০ দিনে পেঁয়াজের সাহায্যে চুল লম্বা করার কিছু সহজ উপায়

চুল বৃদ্ধি করা যেন অবশ্যই করণীয় একটি কাজ কিন্তু এর জন্য লাগে যথেষ্ট সময় এবং ধৈর্য। সময়ের বৃদ্ধির সাথে চুলের বৃদ্ধি ঘটতে থাকে এবং এর ফলাফল এড়িয়ে যাওয়া যায় না এবং কোনোভাবেই হার মেনে নেওয়া যায় না। পেঁয়াজের মতো একটি কার্যকরী এবং উদ্দীপনা বৃদ্ধিকারী উপাদান চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ আমরা জানবো কিভাবে পেঁয়াজের সাহায্যে দ্রুত চুল লম্বা করা যায়। কিন্তু তার প্রথমে চলুন জেনে নেওয়া যাক কিভাবে পেঁয়াজ আমাদের চুলের বৃদ্ধিতে ভূমিকা রাখে। 

পেঁয়াজের উপকারিতাঃ

পেঁয়াজের রস-এর ব্যবহার আপনার চুলের উন্নতি সাধন করে চুল বৃদ্ধি করার একটি নিশ্চিত সমাধান এবং উপায়। পেঁয়াজের রস ব্যবহার করে অধিকাংশ নারী খুব ভালো ফলাফল পেয়েছেন।

 আসুন জেনে নেই, কেন পেঁয়াজের রস এতটা কার্যকরী?

পেঁয়াজের রস এনজাইম ক্যাটালেজ নামক একটি অ্যান্টি অক্সিডেন্টের স্তর উন্নত করে চুলের বৃদ্ধি ঘটাতে পরিবর্তন আনে।

উচ্চমাত্রায় সালফার থাকায় এটি আমাদের চুলের ফলিকলস কে পুষতে সাহায্য করে। সালফার আমাদের চুলে থাকা ফলিকেলস এর পুনরাবৃত্তি ঘটাতে একটি অত্যাবশ্যকীয় উপাদান। 

উচ্চ মাত্রার সালফার চুলের পাতলা অবস্থা সংকুচিত করে এবং চুলের ভাঙ্গন রোধ করে।

অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ পেঁয়াজের রস যে কোনো ইনফেকশন হতে আমাদের মাথার তালু কে মুক্ত রাখে এবং করে তোলে স্বাস্থ্যকর। পেঁয়াজের রসরস আমাদের মাথার তালুতে ফলিকেলস এর মাত্রা ও গতি বৃদ্ধি করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং আমাদের মাথার তালুতে সবসময় উদ্দীপনা বজায় রাখে।

চুল বৃদ্ধি করতে পেঁয়াজের রস ব্যবহারের উপায়

১) নারিকেল তেল এবং পেঁয়াজের রস

রয়েছে অসাধারণ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি একটি চরম মাত্রার কার্যকরী তেল যা পেঁয়াজের রসের কার্যকরী ক্ষমতা কে বাড়িয়ে তোলে এবং আমাদের মাথার তালু পুষে রাখতে সাহায্য করে।

যা যা লাগবেঃ 

২ চা চামচ পেঁয়াজের রস

২ চা চামচ নারিকেল তেল

৫ ফোঁটা টি-ট্রি ওয়েল (যদি ড্যানড্রাফ থাকে)।

যেভাবে তৈরি করতে হবেঃ 

(১) প্রথমে সব উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

(২) পেঁয়াজ এবং তেলের এই মিশ্রণটি আপনার চুলে লাগান এবং দুই থেকে তিন মিনিটের জন্য মাসাজ করুন।

(৩) মাথার তালুতে ম্যাসাজ করা হয়ে গেলে মিশ্রণটি ৩০ মিনিটের জন্য আপনার মাথায় রেখে দিন।

(৪) তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এইভাবে মাথায় মাসাজ করুন।

চুল লম্বা করতে অলিভ অয়েল এবং পেঁয়াজের রসঃ

খুশকি দূর করতে অলিভ অয়েল আরেকটি চমৎকার উপাদান। মাথার তালু এবং চুলের অবস্থার পরিবর্তন

করে, চুলে এনে দেয় শাইনি ভাব, অপরদিকে পেঁয়াজের রস চুলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে।

যা যা লাগবেঃ 

৩ চামচ পেঁয়াজের রস এবং 

১ বা ১/২‌ চামচ অলিভ অয়েল।

যেভাবে করতে হবেঃ 

(১) অলিভ অয়েল এবং পেঁয়াজের রস মিশিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি মসৃণ হয়।

(২) এরপর হাতের তালুতে নিয়ে মাথায় মাসাজ করুন এবং বৃত্তাকারভাবে মাসাজ করতে থাকুন।

(৩) দুই ঘন্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে অন্তত দুই দিন মিশ্রণটি দিয়ে মাসাজ করুন।

(৩) ডিম ও পেঁয়াজের রসঃ

এই হেয়ার মাস্কটি তে রয়েছে ডিমের পুষ্টি গুনাগুন এবং এটি পেঁয়াজের রসের কার্যকরী ক্ষমতা কে বাড়িয়ে তোলে। ডিমের উপস্থিত থাকা প্রোটিন উপাদান চুলকে পুষে রাখতে সাহায্য করে এবং চুলকে রাখে স্বাস্থ্যকর। পাশাপাশি, পেঁয়াজের রস আমাদের মাথার তালুতে উদ্দীপনা সৃষ্টি করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের বৃদ্ধি ঘটায়।

চুল লম্বা করতে পিয়াজ যা যা লাগবেঃ 

এক চামচ পেঁয়াজের রস

একটি ডিম ও 

একটি শাওয়ার ক্যাপ। 

যেভাবে করতে হবেঃ

(১) পেঁয়াজের রস এবং ডিম একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।

(২) মিশ্রণটি আপনার মাথার তালুতে ভালোভাবে লাগান এবং আগা পর্যন্ত লাগাতে থাকুন।

(৩) মাথার তালুতে এবং চুলে লাগানো শেষ হয়ে গেলে শাওয়ার ক্যাপ পড়ে নিন।

(৪) ২০-৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন।

(৫) সালফেট মুক্ত মাইল্ড শ্যাম্পু এবং পানি দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে ফেলুন। ঠান্ডা পানি আপনার চুলে ডিমের রান্না ভাবটা দূর করে এবং গন্ধকেও দূর করে দেয়।

আপনারা চুলকে খুব দ্রুত লম্বা করার জন্য পিয়াজের এই তিনটি রেমেড়ির মধ্যে যে কোন কএটি ব্যবহার করতে পারেন।