আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ১০০% কার্যকর একটি রেমেড়ি এই রেমেড়িটি মাত্র একবার ব্যবহার করলে আপনার চুল এত লম্বা হবে যে,
বন্ধুরা চলুন কিভাবে এই রেমেডিটি তৈরি করবেন তা দেখে নেওয়া যাক ।
চুল লম্বা করার উপায়টি তৈরির উপাদানঃ
এক টি কলা
দুই চামচ ক্যাসটর অয়েল
দুই চামচ নারিকেল তেল ও
এক চামচ মধু
চুল লম্বা করার উপায়টি তৈরির পদ্বতি
একটি প্রথমে কলা নিয়ে এর খোসা ছাড়িয়ে নিয়ে নিন।
এরপর কুচি কুচি করে কেটে নিয়ে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন ।
ব্লেন্ড করার সময় পানি দিবেন না। ব্যন্ড করার পর একটি বাটিতে ঢেলে নিন ।
এরপর উপাদান গুলো এক সাথে নিয়ে খুব ভালভাবে মিশিয়ে নিন ।
চুল লম্বা করার উপায়টি ব্যবহার পদ্বতি
একটি ব্রাশের সাহায্য মাথায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন।
এরপর মাথায় শ্যাম্পু দিয়ে মাথা পরিস্কার করে ধুয়ে নিন ।
বন্ধুরা খুব তাড়াতাড়ি যদি আপনি চুল ঘন ও লম্বা করে খুশকি দূর করতে চান তাহলে এই রেমেড়িটি একবার হলেও ব্যবহার করে দেখবেন ।