বন্ধুরা চুল পড়া চুল লম্বা না হওয়া আমাদের যেন কমন প্রবলেম । আবার সবার অভিযুগ
চুলের জন্য এতকিছু করে চুল লম্বা হয় না কেন?
আমরা সবাই এই অভিযোগ করি ঠিকই, তবে সঠিক চুলের যত্ন আমরা নিই না।

আমরা যদি একটু সচেতন হই আর নিয়ম মেনে চুলের যত্ন নিই তাহলে আমাদের চুল পড়া কমবে এবং চুল লম্বা হবে।
তো বন্ধুরা আপনারা যারা চুল নিয়ে সমস্যায় আছেন তারা তাদের জন্য আজকে আমি একটি সহজ ও ইফেক্টিভ রেমেড়িটি শেয়ার করব এই রেমেড়িটি যদি আপনি নিয়ম মেনে ১ মাস ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া কমে যাবে আর চুল লম্বা হবে ।
আর তার সাথে সাথে আপনার চুল সিল্কি ও সাইনি হয়ে উঠবে ও কোন ঝামেলা ছাড়াই ঘন কালো লম্বা আর শাইনিং চুলের অধিকারী হতে পারবেন ।
চুল লম্বা করার রেমেড়িটি তৈরির প্রয়োজনীয় উপাদানঃ
২ চামচ নারিকেল তেল

১ চামচ ক্যাস্টর অয়েল
১ চামচ অ্যালোভেরা জেল ও
২ টি ভিটামিন ই
চুল লম্বা করার রেমেড়িটি তৈরি করার পদ্ধতিঃ
বন্ধুরা এই রেমেড়িটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটি পরিষ্কার বাটি ।
এরপর সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে একটি চামচের সাহায্যে নাড়িয়ে খুব ভাল ভাবে মিশিয়ে নিন।
চুল লম্বা করার রেমেড়িটি ব্যবহার বিধিঃ

এই রেমেড়িটি যদি খুব ভালোভাবে মেশানো হয়ে যায় তাহলে আপনি হালকা হাতে আপনার মাথায় মাসাজ করুন ।
এরপর আধা ঘণ্টা পর্যন্ত মাথায় রেখে দিন।
মাথায় রেখে দেওয়ার পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।

এই রেমেড়িটি ব্যবহার করার পর বুঝবেন চুলে সিল্কি ভাব চলে এসেছে।
বন্ধুরা এই প্যাকটি আপনি টানা এক মাস ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই ফলাফল পাবেন ।