বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কালজিরার হেয়ার মাস্ক শেয়ার করছি এই হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল পড়া পুরুপুরি রোধ হবে ।
চুল পড়া কমাতে কালজিরার এই হেয়ার মাস্ক কিভাবে তৈরি করবেন তা দেখে নিন ।
কালজিরার হেয়ার মাস্ক তৈরির উপকরণ সমূহঃ
২ টেবিল চামচ কালজিরার পেস্ট
২ টেবিল চামচ ক্যাষ্টর অয়েল
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ টেবিল চামচ মধু
কালজিরার হেয়ার মাস্ক তৈরির প্রক্রিয়াঃ
প্রথমে ২ টেবিল চামচ কালজিরা ২০ মিনিট ভিজিয়ে রাখুন ।
২০ মিনিট পর ব্লান্ডারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিয়ে ।
এরপর কালজিরার পেস্ট তার সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে নিন।
মিশ্রণটির সাথে মধু এবং ক্যাস্টর অয়েল ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী একটি হেয়ার মাস্ক।
চুলে হেয়ার মাস্ক ব্যবহার পদ্ধতিঃ
পরিষ্কার মাথার ত্বকে, সম্পূর্ণ চুলে, চুলের গোড়ায় ভালোভাবে হেয়ার মাস্ক লাগিয়ে নিন।
চিরুনি দিয়ে চুল ভালভাবে আঁচড়ে নিন।
শাওয়ার ক্যাপ পড়ে নিন অথবা তোয়ালে দিয়ে চুল সমেত মাথা পেচিয়ে বেঁধে নিন।
১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।
সবশেষে ব্যবহারের শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
নোটঃ
১। এই রেমেড়ি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।
২। এটি সপ্তাহে ১ বারের বেশি ব্যবহার করবেন না ।