চুল পড়া কমিয়ে চুল লম্বা করবে অ্যালোভেরা জেল

প্রতিটি মাথার তালুতে গড়ে ১ লক্ষ চুল থাকে এবং একটি সুস্থ তালু নিয়মিত চুল ঝরিয়ে ফেলে এবং চুল ঝরিয়ে ফেলার ফলে যে খালি জায়গা তৈরি হয় সেই জায়গায় নতুন চুল প্রতিস্থাপন করে। আর যখনই মাথার তালু পুরানো জায়গায় নতুন চুল গজাতে অক্ষম হয় তখনই সূচনা হয় টাকের। মেডিকেল চুলের এই ক্ষতির(hairloss) নাম দিয়েছে অ্যালোপিসিয়া(alopecia)। যাকে সাধারণত আমরা চুলের পতন(hair fall), টাক(baldness) বা চুল ঝরে পড়া বলে থাকি। 

 চুল পড়া কমাতে অ্যালোভেরা জেল  

দুশ্চিন্তার কিছু নেই, চুল ঝরে পড়ার মত সাধারন সমস্যা আমাদের সকলের আছে। তবে এই সমস্যাকে এখনই বন্ধ করা উচিত। 

চুল ঝরে পরা বন্ধ করার জন্য অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া এটি চুলকে লম্বা করবে।  

চুল ঝরে পড়া বন্ধ করার জন্য কিভাবে অ্যালোভেরা ব্যবহার করবেন তা নিয়ে নিশ্চয়ই ভাবছেন?

চলুন অ্যালোভেরাকে কিভাবে চুলে ব্যবহার করলে চুল পড়া কমবে তা জেনে নিই।  

চুল পড়া কমানোর জন্য অ্যালোভেরার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। 

চুল পড়া কমিয়ে চুল লম্বা করবে অ্যালোভেরার হেয়ার প্যাক তৈরিঃ   

প্রয়োজনীয় উপাদানঃ

অ্যালোভেরা জেল- ২ টেবিল চামচ 

আমলকির রস – ১ কাপ 

খাবার পানি -১/২ ( হাফ )কাপ। 

অ্যালোভেরার হেয়ার প্যাক কিভাবে তৈরি করবেনঃ

প্রথমে আমলকির রস তৈরি করার জন্য মাঝারি সাইজের চারটি আমলকি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

এরপর আমলকি গুলো কুচি কুচি করে কেটে নিতে হবে । 

কুচি করা আমলকি একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে । 

আমলকি ব্লেন্ড করার সময় খাবার পানি দিয়ে ব্লেন্ড করতে হবে।

ব্লেড করার পর ছাকনি দিয়ে ছেঁকে রস বের করে নিতে হবে

এবার আর একটি বাটিতে দু’চামচ অ্যালোভেরা জেল ও এক কাপ আমলকির রস একসাথে নিয়ে উপাদান দুটি কে ভাল করে মিশিয়ে নিতে হবে। 

উপাদান দুটি ভালো করে মিশে গেলে এটিকে মাথার মধ্যে এপ্লাই করে নিন।

এটি মাথার মধ্যে এপ্লাই করে এক ঘণ্টা অপেক্ষা করুন। 

এক ঘন্টা পর চুল ধুয়ে নিতে হবে। 

অ্যালোভেরার উপকারিতাঃ

অ্যালোভেরাতে ৮টি এনজাইম আছে। এর মধ্যে আছে প্রোটিওলাইটিক এনজাইম। এই এনজাইম প্রাকৃতিকভাবে চুল গজাতে সাহায্য করে । অ্যালোভেরার সঠিক ব্যবহার চুলকে দ্রুত লম্বা হতে সহায়তা করে। 

নোটঃ

১। আমলকি ব্লেন্ড করার সময় আমলকির বিচির দিবেন না।