আগে চুল পাক ধরলে ভেবে নেওয়া হত এই বুঝি বয়স ৫০ এ পড়ল । কিন্তু এখন সময় বদলেছে । পরিবেশ দূষণ, খাদ্য অভ্যাস জীবন যাত্রার স্ট্রেসের কারণে ৩০ পেরোতে না পেরোতেই বা তারও আগে কালো চুলের ফাঁকে উঁকি মারতে শুরু করে সাদা চুল ।
আর সময়ের সাথে সাথে সাদা চুলের সংখ্যা বাড়তেই থাকে। এমন পরিস্থিতিতে ছেলে কিংবা মেয়ে, চুলের চিন্তায় সবার রাতের ঘুম যে মাথায় ওঠে, তা বলাই বাহুল্য!
এই চিন্তা থেকে যদিও অনেকে সাময়িক সমাধান হিসেবে চুলে কলপ ব্যবহার করে থাকেন। তবে এতে চুল একেবারে কালো হয় না। তার জন্য আমাদের উচিত স্থায়ী প্রাকৃতিক সমাধান ।
তাই চুল পাকার জন্য চিন্তা করে আরো বেশি সময় নষ্ট না করে ঘরে থাকা নানা উপাদান থেকে এই চিকিৎসা উপকরণ তৈরী করা সম্ভব। এই উপকরণ ব্যবহার যেমন অর্থসাশ্রয়ী ঠিক তেমনি নিরাপদ এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
বন্ধুরা, অল্প বয়সে চুল পাকা ঠেকানোর জন্য আজকে আমি আপনাদের সাথে কালজিরার একটি হেয়ার রেমেড়ি শেয়ার করছি । এই রেমেড়িটি ব্যবহার করলে অল্প বয়সে চুল পাকা পুরুপুরি বন্ধ হবে । আর কিছু চুল পেকে গেলেও তা ধীরে ধীরে কালো হতে থাকবে।
অসময়ে বা অল্প বয়সে চুল পাকা রোধ করতে এই হেয়ার রেমেড়িটি কিভাবে তৈরি করবেন তা দেখে নিন।
চুল পাকা রোধ করতে কালজিরার হেয়ার মাস্কঃ
উপকরণ সমূহঃ
- ২ টেবিল চামচ কালজিরার পেস্ট
- ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
- ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
- ১ টেবিল চামচ মধু
কালজিরার হেয়ার মাস্ক তৈরির প্রক্রিয়াঃ
- প্রথমে ২ টেবিল চামচ কালজিরা ২০ মিনিট ভিজিয়ে রাখুন ।
- ২০ মিনিট পর ব্লান্ডারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিয়ে ।
- এরপর কালজিরার পেস্ট তার সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে নিন।
- মিশ্রণটির সাথে মধু এবং ক্যাস্টর অয়েল ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী একটি হেয়ার মাস্ক।
চুলে হেয়ার মাস্ক ব্যবহার পদ্ধতিঃ
- পরিষ্কার মাথার ত্বকে, সম্পূর্ণ চুলে, চুলের গোড়ায় ভালোভাবে হেয়ার মাস্ক লাগিয়ে নিন।
- চিরুনি দিয়ে চুল ভালভাবে আঁচড়ে নিন।
- শাওয়ার ক্যাপ পড়ে নিন অথবা তোয়ালে দিয়ে চুল সমেত মাথা পেচিয়ে বেঁধে নিন।
- ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।
- সবশেষে ব্যবহারের শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
নোটঃ
১। ক্যাস্টর অয়েল না থাকলে নারিকেল তৈল ব্যবহার করুন । তবে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারলে বেশি উপকার পাবেন।
২। এটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না।
চুল পাকা ঠেকাতে এই রেমেড়িটিকে বাড়িতে ট্রাই করুন ।