মাত্র ৭ দিনে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাবে এই সহজ উপায় টি ১০০% গ্যারান্টি

আমরা সকলেই চাই আমাদের চুল যেন ঘন লম্বা এবং স্বাস্থ্যবান হয়। কিন্তু এর জন্য প্রয়োজন চুলের সঠিক যত্ন নেয়া। আজকাল মার্কেটে প্রচুর কেমিক্যালযুক্ত হেয়ার প্রোডাক্ট বেরিয়ে গেছে। যেগুলো চুলকে লম্বা এবং ঘন করার কথা বলে থাকে।

কালোজিরার তেল

কিন্তু এই প্রডাক্টগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকায় এগুলো আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকারক। আজ আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ প্রাকৃতিক রেমেড়ি শেয়ার করব। এটি ব্যবহারে খুব অল্প দিনেই চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে এবং এই সহজ রেমেড়িটির সাহায্যে চুলকে করতে পারবেন ঘন লম্বা এবং স্বাস্থ্যবান।

চলুন রেমেড়িটি তৈরি করে নিই।

চুল পড়া বন্ধ করার উপায়

চুল পড়া বন্ধ করে চুল লম্বা করার রেমেড়িটি তৈরি করার প্রক্রিয়াঃ

প্রয়োজনীয় উপাদানঃ

  • ৪ চামচ – কালোজিরা
  • ২ চামচ- অ্যালোভেরার জেল
চুল পড়া বন্ধ করার উপায়
  • ২ চামচ- ক্যাস্টর অয়েল
  • ৩টি – ভিটামিন ই ক্যাপসুল

তৈরির ধাপঃ

প্রথমে একটি ব্লেন্ডার নিন এবং এর মধ্যে চার চামচ কালোজিরা নিন। আর এর মধ্যে কিছুটা জল মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে একটি ঘন পেষ্ট বানিয়ে নিন।

এবার এই কালোজিরার পেস্টের মধ্যে ২ চামচ অ্যালোভেরার জেল মিশান।

এরপর দুই চামচ ক্যাস্টর অয়েল মিশাতে হবে।

নতুন চুল গজানোর উপায়

আর সবার শেষে ৩টি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ভাল করে মিক্স করে নিন।

চুল পড়া বন্ধ করার রেমেড়িটি ব্যবহার করার নিয়মঃ

তো বন্ধুরা ,রেমেড়িটি পুরোপুরি তৈরি হয়ে যাবার পর এই মিশ্রণটিকে আপনার চুলের গোড়া থেকে শুরু করে পুরো চুলে ভাল করে লাগিয়ে নিন।           

এটি চুলের মধ্যে লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন।

খুশকি দূর করার উপায়

 ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

যে উপাদানগুলো ব্যবহার করেছি তার উপকারিতাঃ

কালোজিরাঃ     

কালোজিরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস সহ ১০০টিরও বেশি নিউট্রেন্ট রয়েছে ।যা আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর চুল পড়াও বন্ধ করে এবং এর পাশাআপাশি কালজিরা মাথায় নতুন চুল গজিয়ে চুলকে ঘন করবে ।

কালোজিরার তেল তৈরির-দ্ধতি

অ্যালোভেরা জেলঃ

অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে,যা আমাদের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। যার ফলে চুলের গুড়ায় পুষ্টি হয় এবং  চুলও খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে। তাই বলা যায়, অ্যালোভেরা চুলকে বৃদ্ধি করার জন্য আরও একটি অসাধারণ প্রাকৃতিক সামগ্রী।

ব্রন দূর করার উপায়

ক্যাস্টর অয়েলঃ

ক্যাস্টর অয়েল আমাদের চুলকে খুব দ্রুত বৃদ্ধি করে।

স্তন বড় করার উপায়

ভিটামিন ই ক্যাপসুলঃ

চুল লম্বা করার উপায়

ভিটামিন ই ক্যাপসুল চুলকে স্বাস্থ্যবান এবং ঘন বানায়। আর চুল পড়াকেও খুব দ্রুত বন্ধ করে।

 নোটঃ

১। ভিটামিন ই ক্যাপসুল যেকোন মেডিকাল শপে খুব সহজেই পেয়ে যাবেন।

২। ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেড়টিকে সপ্তাহে দুবার ব্যবহার করুন।

চুল পড়া বন্ধ করার উপায়

ফ্রেন্ডস, এই হেয়ার রেমেড়িটি আপনারা ৭ দিন ব্যবহার করলেই ফলাফল পাবেন। আর এটি যদি আপনারা কন্টিনিও ৩০ দিন ব্যবহার করেন তাহলে ৩০ দিন পর দেখতে পারবেন আপনাদের চুল কত দ্রুত লম্বা এবং স্বাস্থ্যবান হয়ে গেছে এবং চুল পড়া পুরুপুরি বন্ধ হয়ে গেছে।

Leave a Comment