মাত্র ১ বার ব্যবহারে চুল পড়া বন্ধ করুন রেমিড়িটির সাহায্যে  

মেহেদি পাতা প্রকৃতির এমন একটি দান যেটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে চুল খুব সুন্দর হয়ে উঠবে । চুল পড়া বন্ধ করার জন্য আমি আপনাদের সাথে মেহেদিপাতার একটি রেমিডিটি শেয়ার করছি । 

চুল পড়া পুরোপুরি বন্ধ করার জন্য এই রেমিডিটিকে ব্যবহার করুন । এটি পুরোপুরি চুল পড়া বন্ধ করবে এবং চুল হবে শাইনি ।

মাথার চুল পড়া বন্ধ করার উপায়

যাদের চুল পড়ার সমস্যা আছে তারা একবার হলেও এই রেমেডিটি ব্যবহার করবেন । 

চলুন কিভাবে এই রেমিডিটিকে তৈরি করতে হবে তা দেখি নিই। 

তৈরিতে যা যা লাগবেঃ 

৩ চামচ মেহেদি পাতা গুড়া

জয়তুন তেলের উপকারিতা

২ চামচ অলিভ অয়েল

স্মোথ পেষ্ট তৈরি করার জন্য পরিমাণ মত দুধ 

ব্যবহারঃ 

প্রথমে একটি বাটির মধ্যে মেহেদি পাতা গুড়া,অলিভ অয়েল ও দুধ একসাথে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পেষ্ট বানিয়ে নিতে হবে ।  

এরপর চুল খুব ভালোভাবে আঁচড়ে নিন ।  

চুল আঁচড়ানোর পর একটি ব্রাশের সাহায্যে এটি স্কাল্পে এপ্লাই করে নিন।

রেমিডিটি এপ্লাই করার পর এটি চুলের মধ্যে ১০মিনিট রেখে দিন । 

চুল পড়া বন্ধ করার উপায়

এরপর চুল ব্যবহারের শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন । 

নোটঃ

১। রেমিডিটি সপ্তাহে একবার ব্যবহার করবেন । ,

২। এটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না । 

চুল পড়া বন্ধ করার উপায়

চুল পড়া বন্ধ করার জন্য সঠিক নিয়ম মেনে এটি ব্যবহার করলে ভাল ফলাফল পাবেন ।

Leave a Comment