শ্রেষ্ঠ উপায়, দ্রুত চুল লম্বা, ঘন ও চুল পড়া বন্ধ করার তৈল

অনেকে সময়ের কারণে সঠিক ভাবে চুলের যত্ন নিতে পারেনা । কিন্তু চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার কারণে আমরা খুব বেশি চিন্তায় থাকি।

আমাদের চুল লম্বা হোক বা ছোট , চুল হেলদি হওয়া ও চুলে সাইনি ভাব থাকাটা অত্যন্ত জুরুরি ।

চুল পড়া বন্ধ করার উপায়

দ্রুত চুল লম্বা, ঘন ও চুল পড়া বন্ধ করতে চুলে তৈল লাগানো উচিত।

আজকে আমি এমন একটি ইউনিক এবং নতুন একটি রেমেড়ি শেয়ার করব, আপনারা যদি সপ্তাহে ২দিন বের করে এই রেমেড়িটি ব্যবহার করেন তাহলে

দারুন ঝলমলে আর হেলদি চুল পাবেন । আর এই রেমেড়িটি দ্রুত চুল লম্বা, ঘন ও চুল পড়া বন্ধ করবে।

চলুন রেমেড়িটি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিই ।

চুল লম্বা,ঘন ও চুল পড়া বন্ধ করার রেমেড়িটি তৈরির উপাদানঃ

  • হাফ কাপ মেহেদি পাতা
  • হাফ কাপ জবা পাতা
  • হাফ কাপ শুকনো আমলা গুড়ো
  • হাফ কাপ মেথি
  • ১০০ গ্রাম তিলের তেল
  • ১০০গ্রাম নারিকেল তেল
অতিরিক্ত চুল পড়া বন্ধ করার উপায়
  • ৩ টি মাঝারি সাইজেরপেয়াঁজ

চুল লম্বা,ঘন ও চুল পড়া বন্ধ করার রেমেড়িটি তৈরি করার প্রণালিঃ

প্রথমে একটি কড়াই নিয়ে এর মধ্যে তিলের তেল ও নারিকেল তেল ঢেলে দিব ।

এরপর তেল যখন গরম হয়ে আসবে এর মধ্যে মেথি দিয়ে ২ থেকে ৩ মিনিট পর পেয়াঁজকে টুকরো করে কেটে এরমধ্যে ঢেলে দিবেন ।

এবার দিয়ে দিব শুকনো আমলা গুড়া । এবার হেনা পাতা আর জবা পাতা ঢেলে দিয়ে দিব ।

সব উপাদান দেওয়ার পর ১৫-৩০ মিনিট হলকা আঁচে চুলায় রেখে দিতে হবে ।

এরপর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করতে রেখে দিব ।

এরপর ঠান্ডা হয়ে এলে একটি ছাকুনির সাহায্যে ছেঁকে একটি কাঁচের যারে রেখে দিন ।

ব্যবহার করার নিয়মঃ

তৈল পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবার পর মাথার তালুর মধ্যে ১০ মিনিট পর্যন্ত ম্যাসাজ ক্রুন।

চুল পড়া বন্ধ করার উপায়

১২ ঘন্টা পর চুল শ্যাপু দিয়ে ধুয়ে ফেলুন ।

নোটঃ

১। এই তৈল রাতে ব্যবহার করলে বেশি ভাল ফলাফল পাবেন ।

২। ভাল ফলাফল পেতে চাইলে সপ্তাহে ২ দিন ব্যবহার করবেন । আর যদি বেশি ভাল ফলাফল পাতে চান তাহলে সপ্তাহে ৪ দিন ব্যবহার করবেন ।

Leave a Comment