মাত্র ২ দিনে চালের পানি দিয়ে চুল পড়া বন্ধ ও চুল লম্বা ঘন করার উপায়

চুল পড়া বন্ধ করে চুল লম্বা ও ঘন করার রেমেড়ি শেয়ার করছি যা শুধু মাত্র ১টি ঘোরোয়া উপাদান দিয়ে তৈরি।

এখন নিশ্চয় ভাবছেন,

একটি মাত্র উপাদান দিয়ে কিভাবে চুলের যত্ন নেওয়া সম্ভব ?

কিভাবে মাত্র ১টি উপাদান দিয়ে আপনি আপনার চুলের যত্ন নিতে পারেন সেটা অবশ্যই বিশ্বাস করতে পারছে না ।

হ্যাঁ , একটি মাত্র উপাদান দিয়েই চুলের যত্ন নেওয়া সম্ভব ।

চলুন কিভাবে একটি উপাদান দিয়ে চুলের যত্ন নেওয়া যায় তা দেখে নিই।

চুলের রেমেড়িটি তৈরি করার প্রয়োজনীয় উপাদানঃ

চাল দিয়ে চুলের যত্ন

১ কাপ চাল

রেমেড়িটি তৈরি করার প্রণালিঃ

১ কাপ চাল নিয়ে মাত্র ১ বার ধুয়ে নিন।

এরপর ২০০ মিলি পানির মধ্যে চালগুলো ৩০ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখুন ।

৩০ মিনিট পর এটিকে ভালভাবে ধুয়ে নিবেন ।

ধুয়ে নেয়ার পর অন্য ১টি পাত্রে চাল ধুয়া পানি নিয়ে নিন ।

এরপর একটি স্প্রে বোতলে পানেলের সাহায্যে পানি ঢেলে নিয়ে নিন   ।

রেমেড়িটি ব্যবহার করার নিয়মঃ

স্প্রে বোতলে নেয়ার পর এটি মাথার থালুতে ও চুলের ডগায় স্প্রে  করুন ।

চুল পড়া বন্ধ করার উপায়

স্প্রে করার পর ঘুমিয়ে পড়ুন সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

নোটঃ

আগে এটি সপ্তাহে ৪ দিন করে ব্যবহার করুন ,

ছেলেদের চুল পড়া দূর করার উপায়

এটি নিয়মিত ব্যবহার করুন অবশ্যই ভাল ফলাফল পাবেন ।

Leave a Comment