আজ আমি আপনাদের সাথে নিমপাতার অসাধারণ একটি হেয়ার প্যাক শেয়ার করছি । এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে চুলের গুড়া মজবুত হয়ে চুল পড়া পুরুপুরি বন্ধ হবে । এটি চুল পড়া বন্ধ করার সাথে সাথে চুলকে লম্বা করে তুলবে ।
চলুন হেয়ার প্যাকটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই ।
চুল পড়া বন্ধ করতে নিম পাতার হেয়ারপ্যাকঃ
উপকরণ সমূহঃ
৪০ থেকে ৫০টি নিমপাতা
২ টেবিল চামচ মেথি
২ টেবিল চামচ টক দই
১ চা চামচ লেবুর রস
চুল পড়া বন্ধ করতে নিম পাতার হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ
প্রথমে মেথি পানিতে ভিজিয়ে রাখুন অন্তত চার ঘন্টা।
এবার ভেজানো মেথির সাথে ৪০থেকে ৫০ টা নিমপাতা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন বা পেস্ট তৈরি করে নিন।
পেষ্টের সাথে টক দই এবং লেবুর রস ভালোভাবে গুলিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিন।
নিম পাতার হেয়ার প্যাক চুলে ব্যবহার পদ্ধতিঃ
পরিষ্কার মাথার স্কাল্পে, চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার প্যাকটি ভালভাবে লাগিয়ে নিন।
চুলের গোড়ালি আলতোভাবে ঘষে নিন অন্তত তিন থেকে পাঁচ মিনিট।
এবার পরিষ্কার কাপড় দিয়ে চুল ভালভাবে পেচিয়ে বেঁধে নিন।
১০ মিনিট ওভাবে অপেক্ষা করুন।
সবশেষে ভেষজ শ্যাম্পু (ভেষজ শ্যাম্পু না থাকলে নিয়মিত ব্যবহারের শ্যাম্পু ) দিয়ে মাথা ধুয়ে নিন।
দ্রুত চুল লম্বা করতে এবং চুল ঝরে পড়া বন্ধ করতে নিমপাতার হেয়ার প্যাকটির আরো উপকারিতাঃ
চুলের গোড়া মজবুত করে।
চুলের ব্লাড সেলে শক্তি যোগায়।
চুল দ্রুত লম্বা এবং বৃদ্ধি পায়।
খুশকি সম্পূর্ণরূপে দূর হয়।
চুল হয়ে ওঠে ঘন কালো এবং স্বাস্থ্যোজ্জ্বল।
নোটঃ
১। চুল পড়া বন্ধ করতে এই প্যাকটি সপ্তাহে ১ বার ব্যবহার করুন ।
২। এই প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।