যাদের মাথায় চুল কম একমাত্র তারাই বুঝতে পারেন চুল না থাক কতটা কষ্টের ও স্বস্তিকর। ব্যয়বহুল এবং ঝামেলার হওয়া সত্ত্বেও চুল কম বা চুল না থাকার কষ্ট ও অস্বস্তি থেকে বাঁচতে অনেকেই এখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা উইগ ব্যবহার করেন।
এর চেয়ে যদি প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমিয়ে মাথা টাক হওয়া ঠেকানো যেত তাহলে কেমন হত?
চুল পড়া কমাতে যে ভাবে কালজিরা তৈলের ব্যবহার করবেনঃ
চুল পড়া কমাতে কালজিরার কয়েকটি ব্যবহার শেয়ার করছি । আপনাদের সুবিধা অনুযায়ী যে কোন একটি রেমেড়ি ব্যবহার করবেন ।
ব্যবহার-১
১ চামচ কালোজিরার তেল ও ১ চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন।
এরপর মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান ।
তৈল লাগিয়ে ৫ মিনিট চুলের গুড়ায় ম্যাসাজ করুন ।
ম্যাসাজ করে আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যবহার-২
১ চামচ ক্যাসটর অয়েল ও ২ চামচ লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ কালোজিরার তেল খুব ভাল করে মিশিয়ে নিন।
এরপর এটি চুলে লাগান।
তৈল লাগিয়ে ৫-১০ মিনিট চুলের গুড়ায় ম্যাসাজ করুন । এটি চুলে সারা রাত রেখে দিন ।
পরদিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ব্যবহার-৩
৩ চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে নিন।
এটি চুলে লাগিয়ে ১ ঘণ্টা পর শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
নোটঃ
১। ভেষজ শ্যাম্পু না থাকলে ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারবেন ।
২। মিশ্রণের অনুপাত ঠিক রেখে ব্যবহার করা উপাদান কম বেশি বাড়িয়ে নিতে পারবেন ।
৩। প্রতিটি রেমেড়ি ব্যবহার করার সময় মাথার তালু খুব ভাল্ভাবে ম্যাসাজ করবেন ।
৪। রেমেড়ি গুলো সপ্তাহে কমপক্ষে ২ দিন ব্যবহার করবেন।