চুল পড়ার সমস্যার কার নেই বলুন তো?
আমরা সবাই চাই চুল পড়ার সমস্যা থেকে মক্তি পেতে ।
তাই চুল পড়া বন্ধ করতে আজকে আমি আপনাদের সাথে অত্যান্ত কার্যকর একটি হেয়ার টিপস্ শেয়ার করছি । এই রেমেড়িটি এক বার ব্যবহার করে দেখুন, আপনারা দেখবেন চুল পড়া ৯০% বন্ধ হয়ে যাবে ।
আর ২ থকে ৩ বার ব্যবহার করলে চুল পড়া পুরুপুরি বন্ধ হয়ে যাবে এবং এটি ব্যবহার করতে থাকলে চুল এতটাই মজবুত হবে আর কখনো চুল পড়বেন না ।
চলুন চুল পড়া পুরুপুরি বন্ধ করতে এই রেমেড়িটিকে কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই।
মজবুত চুলের যত্নে পেঁয়াজ এবং অলিভ অয়েলের হেয়ার টিপসঃ
উপাদানসমূহঃ
- আধা কাপ পেঁয়াজের রস
- ২ টেবিল চামচ অলিভ অয়েল
- ৪ টি ভিটামিন ই
চুল পড়া বন্ধ করতে হেয়ার টিপস্টি তৈরির প্রক্রিয়াঃ
- প্রথমে দুটি সতেজ মাঝারি সাইজের পেঁয়াজ এর চামড়া ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন।
- এবার পেঁয়াজ দুটি মিহি করে ব্লেন্ড করে নিন বা ভালোভাবে পিসে নিন।
- এবার একটি পরিষ্কার পাতলা কাপড়ে পেঁয়াজের পেস্ট গুলো নিয়ে ভালো ভাবে চাপ দিয়ে পেঁয়াজের রস বের করে নিন।
- পেঁয়াজের রস বের করা হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে পেঁয়াজের রস , অলিভ অয়েল ও ভিটামিন ই ভালোভাবে গুলিয়ে নিন।
- তাহলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের রসের অত্যন্ত কার্যকরী একটি হেয়ার টিপস্ ।
চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে হেয়ার টিপস্ টি ব্যবহারের নিয়মঃ
- প্রথমে হেয়ার ব্রাশ এর সাহায্যে মাথার স্কাল্প, চুলের গোড়া এবং সম্পূর্ন চুলে পেঁয়াজের রসের হেয়ার প্যাকটি লাগিয়ে নিন।
- 5 থেকে 7 মিনিট আলতোভাবে চুলের গোড়া ম্যাসাজ করুন। এতে করে আপনার চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া মজবুত হবে।
- এবার শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার কোন কাপড় দিয়ে চুল সমেত মাথা বেধে নিন।
- এরপর ১০ মিনিট অপেক্ষা করুন।
- এরপর চুল খুলে নিয়ে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
- এবং সবশেষে ব্যবহারের শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।
চুলের যত্নে হেয়ার টিপস্টি কাজ করার কারণঃ
অলিভ অয়েলঃ
পেঁয়াজের রসের হেয়ার টিপস্ তে ব্যবহৃত অলিভ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই । যা আমাদের নতুন চুল গজাতে মাথার ত্বক ভালো রাখতে এবং চুল পড়া দ্রুত সময়ে সম্পূর্ণরূপে বন্ধ করতে অত্যন্ত কার্যকরী।
এছাড়াও অলিভ অয়েলের বিদ্যমান প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আমাদের চুলকে ঘন কালো উজ্জ্বল এবং মসৃণ করে তোলে।
পেঁয়াজে রয়ঃ
পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এবং প্রোটিন । যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। এছাড়াও খুশকি দূর করতে, চুলের আগা ফাটা রোধ করতে,এবং চুলের ভেঙে যাওয়া রোধ করতে পেঁয়াজের রসের এই প্যাকটি অত্যন্ত কার্যকরী।
নোটঃ
১। এই টিপস সপ্তাহে ১ বার ব্যবহার করতে পারবেন ।
চুল পড়া পুরুপুরি বন্ধ করতে এই টিপস কে নিয়মিত ব্যবহার করুন ।