তাড়াতাড়ি চুল ঝরে পড়া বন্ধ করতে সহজ কিছু টিপস

তাড়াতাড়ি চুল ঝরে পড়া বন্ধ করতে সহজ কিছু টিপস

বন্ধুরা, চুলের সমস্যায় ভুগতেছেন…????  

আমরা জানি আপনারা সবাই চুলের কোন না কোন সমস্যায় অবশ্যই ভুগছেন। আর বুঝতে পারছেন না কোন ধরনের সমস্যার জন্য কোন ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমরা ডাক্তারের কাছে গেলেও এর সঠিক কোনো সুরাহা হয় না। বরং বিভিন্ন ধরনের মেডিসিন বা কেমিক্যাল ব্যবহারের মধ্য দিয়ে এর সাইড ইফেক্ট দেখা যায়।

চুল পড়া বন্ধ করার উপায়

এমন করতে করতে একসময় মাথার চুলের সমস্যা এমন এক পর্যায়ে যায়, তখন চুলের সৌন্দর্য আর কাউকে দেখাতে ইচ্ছে করেনা।

এই ধরণের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকে আমি দারুন দারুন কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে এসেছি। যেগুলো ঘরে বসে আপনি ব্যবহার করে নিতে পারেন।

শতভাগ নিশ্চয়তা সাথে আপনাদের চুলের সমস্যার সমাধান করতে পারবেন যদি আজ আমার এই লিখাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন।

চুল ঝরে পড়া বন্ধ করতে কালিজিরা তেলের ব্যবহারঃ

যাদের চুলের গোড়া নরম হওয়ার কারনে চুল ঝরে পড়ে যায় তারা কালিজিরার তেল সংগ্রহ করে রাখতে পারেন ।

চুল পড়া বন্ধ করার উপায়

কালিজিরার তেল রাতে মাথায় দিয়ে সকালবেলা উঠে এলোভেরা এবং লেবুর রস যদি একসাথে ভালোমতো মিক্স করে চুলে লাগানো যায়, এবং ১ ঘন্টা পর্যন্ত রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার চুল গোড়া থেকে কতটা মজবুত হয়ে আসছে , চুল পড়া বন্ধ হচ্ছে এবং যতটুকু ইচ্ছে ততটুকুই লম্বা আপনি করতে পারবেন।

চুল ঝরে পড়া দূর করতে আমলকী ও ডিমের উপকারিতাঃ

যাদের চুল একটু লম্বা হলেই মাঝখান দিয়ে ভেঙ্গে যায়, অর্থাৎ কোন ভাবেই চুল লম্বা হচ্ছেনা, এ ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই টিপসটি।

আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ভেঙ্গে যাওয়া চুল প্রাকৃতিক ভাবে অনেকটাই লম্বা করে ফেলতে পারেন, এজন্য আপনাকে যা করতে হবে………

১ টি ডিমের সাদা অংশ

আলুর ফেসপ্যাক

২ চামচ আলুর রস

১ টেবিল চামচ আমলকির রস

বন্ধুরা, এই উপকরণের সংমিশ্রণ ঘটিয়ে একটি দারুন চুলের প্যাক তৈরি করে ফেলতে পারবেন এবং সেটি মাথায় লাগিয়ে অন্ততপক্ষে ১ ঘন্টা পরে শ্যাম্পু করে আপনি যদি আপনার চুল দিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার চুল কতটা লম্বা হয়ে গেছে মাত্র কয়েক দিনেই।

মাত্র ৭ দিনে চুল ঝরে পড়া কমাতে ব্যবহার করুন এলোভেরা জেল ও আমলকির রসঃ

মাত্র ৭ দিনে এই ধরনের সমস্যার সহজ সমাধান এর একটি টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব…… এই টিপস টি করতে হলে আপনাদেরকে যে সকল উপকরণ হাতের কাছে রাখতে হবে…………

২ টেবিল চামচ এলোভেরা জেল

২ চামচ আমলকির রস

১ টেবিল চামচ মেহেদি পাতার রস

বন্ধুরা, আপনারা অবাক হয়ে যাবেন যখন এই উপকরণ গুলো একসাথে সংমিশ্রিত করে মাথায় দিবেন।

চুলকে কালো করার জন্য এলোপ্যাথিক ঔষধ

আর ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।  

এই নিয়মটি যদি সপ্তাহে তিনবার করে করা যায়, তাহলে শতভাগ নিশ্চয়তা আপনাদের মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে।