চুলের সকল সমস্যার সমাধান | চুল পড়া বন্ধ করুন | খুশকি দূর করার উপায়

আমাদেরকে সবাই নিয়মিত কমেন্টে এটি জিজ্ঞেস করেন যে ,  “চুল ঝরে পড়ছে” “কিভাবে চুল ঝরে পরা বন্ধ করা যায়?” ” চুল লম্বা হয় না“,  যদি কোনভাবে চুল বড়ও হয় তাহলে সেটি ঝরে পড়ে এবং মাথার মধ্যে অনেক ধরনের চুলকানি বা র‍্যাস দেখা দেয় ।  আর এসকল সমস্যা দূর করার উপায় জানতে চান । আজ আমি আপনাদের খুব সহজ একটি উপায় শেয়ার করব এটি ব্যবহার করলে আপনি খুব কম খরচে আপনার চুলের অনেক বেশি যত্ন নিতে পারবেন এবং চুলের সকল সমস্যাও সহজেই দূর হয়ে যাবে ।

কম সময়ে চুলের সকল সমস্যার সমাধান করার উপায়

এই রেমেড়িটি বানানোর জন্য

আমি প্রথমেই ৫ টি জবা পাতাকে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিব।

জবা পাতা
  • চুলের জন্য জবা পাতা অত্যাবশ্যকীয় একটি উপাদান। জবা পাতা চুলকে কন্ডিশন করবে এবং চুলকে স্ট্রং করে তোলার সাথে সাথে চুলের দুই আগা বের হওয়াকে প্রতিরোধ করবে।

এবার একটি পরিষ্কার পাত্র চুলায় দিয়ে এর মধ্যে 50 মিলিলিটার নারিকেল তেল দিব।

 নারিকেল তেল
নারিকেল তেল
  • নারিকেল তেল যখন গরম হয়ে আসবে তখন এরমধ্যে জবা পাতা দিয়ে দিব।

এরপর এরসাথে এড করব ২ চামচ মেথি ।

মেথি
মেথি
  • এই তৈলটি তৈরি করার জন্য আমি মেথি এ জন্যই ব্যবহার করেছি কারণ মেথি মাথায় নতুন চুল গজিয়ে চুলকে ঘন করবে ও চুলকে খুব দ্রুত লম্বা করে তুলবে এবং এটি  চুলের problem গুলোকেও দূর করে দিবে।  

এটাকে হালকা আঁচে ৩ মিনিট  রাখার পর এরসাথে এড করুণ

১ কাপ বা ৫০ মিলিলিটার কাল জিরার তৈল।

কাল জিরার তৈল।
কাল জিরার তৈল।

ও ১ চামচ অলিভ অয়েল ।

অলিভ অয়েল
অলিভ অয়েল

এগুলো এড করার পর এই তৈলটি আরো ৩ মিনিট চুলার উপর রাখার পর নামিয়ে ঠাণ্ডা করে নিন।  তৈলটি ঠাণ্ডা হওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।  এরপর এটিকে স্টোর করে ১ মাস পর্যন্ত রেখে ব্যবহার করতে পারেন ।  

এই তৈলটি তৈরি হয়ে যাবার পর এটিকে মাথার স্কাল্পে হালকা হাতে ম্যাসাজ করে অয়েলিং করতে হবে। তৈলটি লাগিয়ে আপনাদেরকে 10 মিনিট মত ম্যাসাজ করতে হবে। এইভাবে ম্যাসাজের ফলে স্কাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে। যার ফলে চুলের গোড়া শক্ত হবে ও চুল ঝরে পড়া বন্ধ হবে ।

ম্যাসাজ
ম্যাসাজ

এইভাবে 10 মিনিট ম্যাসাজ করার পর এটিকে মাথার মধ্যে আরো ৩০ মিনিটের জন্য রেখে দিন।    

৩০ মিনিট পর আপনাদের ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

চুলকে লম্বা ও ঘন করতে মধুর উপকারিতা

Leave a Comment