ড্যানড্রফ অর্থাৎ খুশকি যেন আমাদের সবার কমন প্রবলেম । খুশকি দূর করার জন্য আপনারা যদি এর আগে অনেক রেমেড়ি ব্যবহার করেও কোন ফল না পেয়ে থাকেন তাহলে আজকে আমি আপনাদের সাথে যে রেমেড়িটি শেয়ার করব সেটি ব্যবহার করে দেখুন। এটি খুশকিকে এমনভাবে তাড়িয়ে দিবে যে খুশকি আর ফিরে আসবে না । এটি চুলের খুশকি দূর করার দ্রুত ও কার্যকরী উপায় ।
আপনি যদি নিয়মিত এই রেমেড়িটি আপনার চুলে লাগাতে থাকেন তাহলে এটি শুধুমাত্র আপনার খুশকিকে দূর করবে না, এটি আপনার চুল গোড়া থেকে মজবুত করে তুলবে ও নতুন চুল গজাবে এবং চুল হবে ঘন, কালো, লম্বা ও শাইনি। আর এই রেমেড়িটি ছেলে এবং মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং যে কোন বয়সের জন্যই এটি উপকারী হবে।
খুশকি দূর করার রেমেড়িটি তৈরি ও ব্যবহারের নিয়মঃ
প্রয়োজনীয় উপাদানঃ
- ১ কাপ – আদার রস
- ১ /২ কাপ – ক্যাসটর অয়েল ও
- ২টি – ভিটামিন ই ।
ধাপঃ
এই রেমিডিটি তৈরি করার জন্য ১০০ গ্রাম আদা নিয়ে কুচি কুচি করে কেটে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে এর রস বের করে নিন ।
এরপর একটি বাটিতে ১ কাপ আদার রস , ১/২ (হাপ) কাপ ক্যাসটর অয়েল ও ২ টি ভিটামিন ই একসাথে নিয়ে ভালোভাবে মিক্স করুণ।
সব উপাদান মিশে গেলে মিশ্রণটিকে মাথার তালুর মধ্যে লাগিয়ে নিন।
এটিকে আপনার মাথার মধ্যে লাগিয়ে স্কাল্পে হালকা হাতে ম্যাসাজ করুন। রেমেড়িটি লাগিয়ে আপনাদেরকে 10 মিনিট মত ম্যাসাজ করতে হবে। এইভাবে 10 মিনিট ম্যাসাজ করার পর এটিকে মাথার মধ্যে আরো ১০ মিনিটের জন্য রেখে দিন।
১০ মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন।
যে উপাদানগুলো ব্যবহার করেছি তার উপকারিতাঃ
আদাঃ
আদা মাথার তালুর ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করবে এবং ডেমেজ হেয়ারকে রিপেয়ার করবে। আদা চুলের খুশকিকে দূর করে। এছাড়াও এটি চুল পড়াকে কমিয়ে চুলকে ঘন করে তুলবে।
আর আদার মধ্যে minerals and essential oils থাকায় এটি চুলে কন্ডিশনার হিসেবে কাজ করে চুলকে সফট এবং সাইনি করে তুলবে।
ক্যাসটর অয়েলঃ
চুল এবং স্কাল্পের জন্য ব্যাকটেরিয়া একটি বড় সমস্যা। যার ফলে চুল পড়ে যায় এবং খুশকি দেখা দেয়। ক্যাসটর অয়েলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাংগাল প্রপার্টিস যেটি মাথার তালুতে ড্যানড্রফ অর্থাৎ খুশকি হতে দেয় না। এবং এটি হেয়ার গ্রোথ বাড়িয়ে চুলকে লম্বা করে তুলবে ।
ভিটামিন ইঃ
ভিটামিন ই মাথার তালুকে সুস্থ্য রাখতে অনেক ভাল কাজ করে যার কারণে মাথায় শহজে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারেনা ।
কালো ও লম্বা চুল পেতে এই রেমেড়িটিকে আজ হতে ব্যবহার করা শুরু করে দিন ।