মাত্র ৩ দিনে চুল পড়া বন্ধ করে চুলের আগা ফাটা ও চুলের খুশকি দূর করবে

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেড়ি শেয়ার করছি এই রেমেড়িটি আপনারা চুলের যে কোন সমস্যা দূর করার জন্য ব্যবহার করতে পারবে।

এটি চুল পড়া বন্ধ করবে,চুল লম্বা করবে , চুলের আগা ফাটা রোধ করবে ও চুলের খুশকি দূর করবে ।

চুলের সকল সমস্যা দূর করে চুলকে সুন্দর করতে এই রেমেড়িটি ব্যবহার করুন ।

এই রেমেড়িটি তৈরি করতে

যে সকল উপকরণ লাগবেঃ

  • আধা কাপ এলোভেরা জেল
  • ২ চামচ কালোজিরার গুড়া
  • ২ চামচ ক্যাস্টর অয়েল  
  • ৪ চামচ গোলাপ জল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

  • সবার প্রথমে সবগুলো উপকরন একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন ।
  • এটি খুব ভাল করে মিশিয়ে নেবার পর একটি ব্রাশের সাহায্যে মাথার তালুর মধ্যে সহ চুলের আগায় লাগিয়ে নিন ।  
  • এটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ।
  • ১০ মিনিট পর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন।

নোটঃ

১। এই রেমেড়িটি ব্যবহার করে ১০ মিনিটের বেশি রাখবেন না ।

২। এটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।

৩। ক্যাস্টর অয়েল না থাকলে নারকেল তৈল ব্যবহার করতে পারবেন ।

আপনারা চুলের সকল সমস্যা দূর করতে বাড়িতে এই রেমেড়িটি ট্রাই করুন ।

Leave a Comment