বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেড়ি শেয়ার করছি এই রেমেড়িটি আপনারা চুলের যে কোন সমস্যা দূর করার জন্য ব্যবহার করতে পারবে।
এটি চুল পড়া বন্ধ করবে,চুল লম্বা করবে , চুলের আগা ফাটা রোধ করবে ও চুলের খুশকি দূর করবে ।
চুলের সকল সমস্যা দূর করে চুলকে সুন্দর করতে এই রেমেড়িটি ব্যবহার করুন ।
এই রেমেড়িটি তৈরি করতে
যে সকল উপকরণ লাগবেঃ
- আধা কাপ এলোভেরা জেল
- ২ চামচ কালোজিরার গুড়া
- ২ চামচ ক্যাস্টর অয়েল
- ৪ চামচ গোলাপ জল
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
- সবার প্রথমে সবগুলো উপকরন একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন ।
- এটি খুব ভাল করে মিশিয়ে নেবার পর একটি ব্রাশের সাহায্যে মাথার তালুর মধ্যে সহ চুলের আগায় লাগিয়ে নিন ।
- এটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ।
- ১০ মিনিট পর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন।
নোটঃ
১। এই রেমেড়িটি ব্যবহার করে ১০ মিনিটের বেশি রাখবেন না ।
২। এটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না ।
৩। ক্যাস্টর অয়েল না থাকলে নারকেল তৈল ব্যবহার করতে পারবেন ।
আপনারা চুলের সকল সমস্যা দূর করতে বাড়িতে এই রেমেড়িটি ট্রাই করুন ।