মধু দিয়ে আবার চুলের যত্ন !
চুল লম্বা ও ঘন করতে মধু কিভাবে ব্যবহার করা যায় ?
মধু চুলে ব্যবহার করলে চুল পড়ে যাবে না তো ?
এমন হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘোরপাক খেতে থাকে । সুস্বাদু ,মিষ্টি জাতীয় খাবার হিসেবে মধুর চাহিদা অনেক বেশি । অনেকে আবার স্বাদ বাড়াতে চায়ের সাথে মধু যোগ করেন। ফুলের রেণু হতে মৌমাছি মধু সংগ্রহ করে থাকে । বহু বছর আগে থেকে মধুর বিভিন্ন উপকারিতার কারণে চুলের যত্নে এটি ব্যবহার হয়ে আসলেও , এ কথা অনেকের অজানা । তাই, চুলকে লম্বা ও ঘন করতে মধু অসাধারণ একটি প্রাকৃতিক উপাদান হওয়া সত্বেও চুলের যত্নে মধুর উপকারিতা নিয়ে নানান প্রশ্ন ওঠে আসে ।
মধু চুলের নানা ধরণের সমস্যার সমাধান করে থাকে। এটি মাথার থালুকে সুস্থ্য করে ও চুলকে লম্বা করে এবং চুলকে সুন্দর করে তুলে ।

এছাড়াও মধুর আরো বহু উপকারিতা রয়েছে , এর মধ্য হতে আমি আপনাদের সাথে মধুর ৩টি উপকারিতা বিস্তারিতভাবে শেয়ার করছি ।
নতুন চুল গজাতে সাহায্য করেঃ
মাথার তালু যদি সুস্থ্য হয় তাহলে মাথা নতুন চুল গজাতে সক্ষম হয় । মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা চুলের ডেমেজকে প্রতিরোধ করে এবং চুলের গ্রন্থিকোষ ও মাথার তালুকে সুস্থ্য করে তুলে । যার ফলে মাথায় নতুন চুল গজাবে এবং চুল লম্বা হবে।

চুলকে খুশকি মুক্ত রাখেঃ
আমাদের মাথার তালুর মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমিত হলে খুশকি হয় । মধুর মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-পাংগাল প্রোপার্টি রয়েছে , এই প্রোপার্টিগুলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে মাথার তালুকে ব্যাকটেরিয়ার সংক্রমণের হাত থেকে রক্ষা করে চুলকে খুশকি মুক্ত রাখে ।

চুলকে কন্ডিশন করবেঃ
চুলের জন্য মধুকে প্রাকৃতিক কন্ডিশনার বলা হয়ে থাকে । মধু চুলকে প্রাকৃতিক ভাবে কন্ডিশনিং করে চুলকে নরম ও সিল্কি বানায় ।

চুলের জন্য মধুর এই উপকারিতা গুলো জানার পর এবার থেকে নিশ্চয় চুলকে লম্বা ও ঘন করার জন্য এবং চুলের যত্নে মধু ব্যবহার করবেন ।